আলহামদুলিল্লাহ্, আজকে ৪ মাস পর নিজের অফিসে বসতে পারলাম।
এই চার মাস আমাদের জন্যে খুবই ক্রিটিকাল ছিলো। অফিসে টিম মেম্বার দিয়ে ওভারলোড হয়ে গিয়েছিলো। কফি শপে বসে বসে কাজ করা ছাড়া আমার আর কোন উপায় ছিলো না। আশানুরূপ অফিস পাওয়া, সেটাকে সাজানো, সেখানে ট্রান্সফার হওয়া সব মিলিয়ে লাস্ট ৬-৭ দিন প্রচণ্ড কাজের প্রেসারে গিয়েছে। যাই হোক, এখন সেলস টিমের জন্যে আলাদা অফিস হয়েছে। স্টুডিও এবং অপারেশন টিমের জন্যে আলাদা অফিস হয়েছে। আমার একটা বসার জায়গা হয়েছে।
২০২৫ সালে আমাদের টিম সাইজ ১০০ তে নিচ্ছি এবং এক লাখ সিভি লেখা হচ্ছে। কাজেই লক্ষ্য অনেক বড়, সময় অনেক কম, কাজ অনেকটাই বাকি। তাই খুব খুশি হওয়ার কিছু নাই। জাস্ট Unstopabble ভাবে এগিয়ে যেতে হবে।
নতুন অফিসে সবাইকে আমন্ত্রণ রইলো, মেট্রোরেলের ১৯৯ নম্বর পিলার। মিরপুর ১১ মেট্রোস্টেশন থেকে এক মিনিট লাগবে হেটে আসতে। পল্লবী পোস্ট অফিসের অপজিট বিল্ডিং।
Corporate Ask
আলহামদুলিল্লাহ্, আজকে ৪ মাস পর নিজের অফিসে বসতে পারলাম।
এই চার মাস আমাদের জন্যে খুবই ক্রিটিকাল ছিলো। অফিসে টিম মেম্বার দিয়ে ওভারলোড হয়ে গিয়েছিলো। কফি শপে বসে বসে কাজ করা ছাড়া আমার আর কোন উপায় ছিলো না। আশানুরূপ অফিস পাওয়া, সেটাকে সাজানো, সেখানে ট্রান্সফার হওয়া সব মিলিয়ে লাস্ট ৬-৭ দিন প্রচণ্ড কাজের প্রেসারে গিয়েছে। যাই হোক, এখন সেলস টিমের জন্যে আলাদা অফিস হয়েছে। স্টুডিও এবং অপারেশন টিমের জন্যে আলাদা অফিস হয়েছে। আমার একটা বসার জায়গা হয়েছে।
২০২৫ সালে আমাদের টিম সাইজ ১০০ তে নিচ্ছি এবং এক লাখ সিভি লেখা হচ্ছে। কাজেই লক্ষ্য অনেক বড়, সময় অনেক কম, কাজ অনেকটাই বাকি। তাই খুব খুশি হওয়ার কিছু নাই। জাস্ট Unstopabble ভাবে এগিয়ে যেতে হবে।
নতুন অফিসে সবাইকে আমন্ত্রণ রইলো, মেট্রোরেলের ১৯৯ নম্বর পিলার। মিরপুর ১১ মেট্রোস্টেশন থেকে এক মিনিট লাগবে হেটে আসতে। পল্লবী পোস্ট অফিসের অপজিট বিল্ডিং।
ঠিকানাঃ কর্পোরেট আস্ক, ৭৫/ক, ব্লক বি, মেইন রোড, সেকশান ১২, পল্লবী, মিরপুর, ঢাকা। (চতুর্থ তলা)
সবাইকে আসার আমন্ত্রন জানাচ্ছি। এছাড়াও যে কোন প্রয়োজনে যোগাযোগের জন্যে: 01975409545 / 01975409548
ধন্যবাদ, নিয়াজ আহমেদ
সিইও কর্পোরেট আস্ক
6 months ago | [YT] | 23