BTS Moon Facts

২০২৪ সালের একটি ঘটনা হঠাৎই মনে পড়লো আমার "
মনির অজান্তেই আজ মনটাকে খুবই খারাপ
আর আমাকে তোমরা ভালোভাবে চিনো আমার নাম মুজাহিদ "ওরফে নাহিদ।
আজকে বলতে চলেছি ২০২৪ সালে আমার সেই কাঙ্খিত ঘটনাটি,
একদিন হঠাৎ করে এক মাঠের ভিতরে স্কুলের একটি মেয়ের সাথে পরিচয় হয় "
মেয়েটি নাম ছিল অধরা নামটা বেশ সুন্দর আর মেয়েটি বেশ সুন্দর ছিল "
প্রথমে মুসলিম ভেবে তার সাথে কথা বলতে গিয়েছিলাম।
কিছুদিন পর জানতে পারি মেয়েটা হিন্দু তারপরও মেয়েটার প্রতি আলাদা একটি মায়ের কাজ করে।
পরে আর কি করার বেহায়া মন যখন তার দিকে তাকায় তখনই কেন জানি মুখ থেকে মুচকি হাসি বের হয়।



এভাবে এক দুই সপ্তাহ কেটে যায় হঠাৎ আমি মেয়েটিকে প্রপোজাল দিয়ে বসি আর মেয়েটাও এক্সেপ্ট করে নেই,

তারপর আমাদের রিলেশন খুব ভালোভাবে চলছিল দুই মাস তার মাঝে ঘটে যায় নানা রকম হাজার রকম ঘটনা
মেয়েটার সাথে প্রায় কথা হতো ফেসবুকে টিকটকে কলের মাধ্যমে কথা হতো "
এই দুই মাসের মধ্যে আমরা ভিডিও করে প্রায় সময় কথা বলতাম কখনো এক ঘন্টায় কখনো দু'ঘণ্টা কখনো তিন ঘন্টাও কেটেছে আমাদের কলের মাঝে "


আর মেয়েটা বলেছিল যে সে কিনা আমার জন্য মুসলিম হতে রাজি আছে যার জন্য আমি রিলেশনটা কন্টিনিউ রেখেছিলাম।
একদিন আমি আমার সম্পর্কে খালার সাথে টঙ্গীতে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম "
সেখানে গিয়ে দেখি আমার সেই পরিচিত মানুষটির মানে আমার সেই ভালবাসার মানুষটি একজনের সাথে বসে খুনসুটি করছে।
তখন আমার মাথায় ছিল প্রচুর পরিমাণে রাগ
কারন সে ছিল আমার পছন্দের একজন অন্য কারো সাথে দেখলে তো জেলা সেল হবোই।
পরেরদিন তার সাথে এ বিষয়ে কথা হয় সে তার পরিচয় বলে সে তার খালতো ভাই হয়।
উক্ত বিষয়টা আমি খুব সাধারন ভাবে নেই কেটে যায় আরেক একটি মাস।
হঠাৎ করে সে অনলাইন থেকে গায়েব হয়ে যায় তার সাথে আর দেখা হয় না।
অনেক চিন্তায় ছিলাম একদিন হঠাৎ করে দেখি সে অনলাইনে তাকে মেসেজ দেওয়ার পর।
প্রায় দুই ঘন্টা পরে মেসেজের রিপ্লাই আসে তখন সে কোন রকম কথা না বলে শুধু বলে।
আমাকে তুমি ভুলে যাও আমাকে নিয়ে আর ভেবো না।
তখন আমি কিছু না বলে চুপচাপ হয়ে গেলাম
তারপর থেকে মেয়েদের প্রতি আমার যে বিশ্বাস ছিল।
মেয়েদের প্রতি যে সম্মান ছিল সেটা পুরোটাই আমি হারিয়ে ফেলেছিলাম।


তার কিছুদিন পরে আস্তে আস্তে মেয়েদের প্রতি আবার সেই ভালোবাসাটা অনেক কষ্ট করে আমি ফিরে পাই।
আর সে ভালোবাসা ফিরে পাওয়ার মধ্যে অনেকেরই অবদান রয়েছে।

আর এরপর থেকেই কারো সাথে রিলেশনে যায়নি।
সামনে যাব কিনা তাও জানিনা"


যারা ভালোবাসাকে ছেলে খেলা মনে করে
তাদেরকে বলি যা সত্যিকারের ভালোবাসে তারাই বুঝাই ভালোবাসা কি?


তো তোমাদের কাছেই গল্পটা শেয়ার করে মনটা একটু হালকা করলাম।


কেমন লাগলো আমার বাস্তব জীবনের এই কাহিনী "🥹

20 hours ago | [YT] | 23