Amader RannaGhar

Yt তেও যে এতো মানুষ আমায় এতো ভালোবাসবে তা কখনও কল্পনাও করিনি 🙏🙏মনো দিদিভাই এমন অনেক মেসেজ আমার কাছে আছে শেয়ার করা হয়নি কখনও আজ হঠাৎই ইচ্ছা হলো একটু বন্ধুদের কাছে শেয়ার করি....(Mano Bina 2) চ্যানেলের মনো দিদিভাই আমায় বোন ডেকেছে ভীষণ ভালোবাসে আমায় এবং আমায় লেখা নিয়ে খুবই উৎসাহ দেয় সবসময় প্রতিনিয়ত মোটিভেট করে আমাকে আমি সারাজীবন ঋণী থাকবো এই দিদিভাই এর কাছে.... আমার লেখা কবিতা সর্বপ্রথম এই দিদিভাই পড়েছিল yt তে... আমি তো জানতামই না যে আমার লেখাও কখনও কারও কণ্ঠে স্থান পাবে 🙏🙏🙏দিদিভাই অনেক অনেক শ্রদ্ধা খুব ভালো থেকো এভাবেই আমার হাত শক্ত করে তোমরা ধরে রেখো ঠিক ভুল সংশোধন করে ❤️❤️❤️❤️❤️আমার সকল বন্ধুদের অনুরোধ এই দিদিভাই কে সবাই একটু বন্ধু করে আপন করে নাও আমার এই মিষ্টি দিদিভাই খুবই ভালো মনের মানুষ ভীষণ আন্তরিকতা পাবে সকলেই 🥰🥰🥰🥰খুব ভালো থেকো মনো দিদিভাই ❤️❤️❤️❤️❤️

1 week ago | [YT] | 12