🌧️ বৃষ্টি ভেজা শুভ রাত্রি 🌙 বৃষ্টির সুরে মিষ্টি এক গান, মনে জাগে হাজারো অভিমান। জানালার কাচে টুপটাপ ধ্বনি, নীরব রাত জেগে থাকে যেন কল্পনায় গাঁথা বনি। চাঁদের আলো কুয়াশায় ঢাকা, তারাদের মাঝে নিঃশব্দে ডাকা। তুমি কি শুনো সেই নীরব ভাষা, যেখানে মিশে যায় প্রেম আর আশা। বালিশে মাথা, চোখে আসে ঘুম, বৃষ্টির শব্দে লুকিয়ে গোপন সুম। স্বপ্নের ঘোড়ায় চড়ে চলো দূরে, ভালোবাসা থাকুক রাতের সুরে। আজকের রাত হোক শান্তিময়, দুঃখগুলো ধুয়ে যাক বৃষ্টির জলভেজা আবয়। শুভ রাত্রি প্রিয়, ঘুমাও নির্ভয়ে, নতুন ভোর আসুক সুখের আলোয়। --- তোমার জন্য চাই একটুকু শান্তি, একটুকু হাসি, আর একরাশ স্বপ্নে ভেজা রাত। 😊 🌙💧শুভ রা
1 month ago
| 1
꧁AROHI Mondal ꧂
Good morning
2 months ago | [YT] | 72