"আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?" সত্যিই, মনটাকে কি বাঁধা যায়? কবিগুরু বললেন--"মেনে নেওয়া আর মনে নেওয়া এক নয়" মেনেই যদি না নেই মনে নেবো কি ভাবে? বিদ্রোহী কবি বললেন--
"আজ সৃষ্টি সুখের উল্লাসে—
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে" সৃষ্টি সুখের উল্লাসে ধরলাম হাত বিদ্রোহী কবির কবিগুরু মনে না নিয়ে, মেনেও নেবো না বাউল সম্রাট, মনই যখন বাঁধতে পারবে না, হাত এবং পা কোনটাই আর বাঁধা যাবে না। দুন্দুভি বেজে ওঠে,বিদ্রোহের সুর শোনা যায়। "মহা-বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না – অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না – বিদ্রোহী রণ ক্লান্ত আমি সেই দিন হব শান্ত।" পূবগগনে ভোরের আলো ফুটে উঠল। কবিগুরু বলে উঠলেন--সভ্যতার এই সংকটে আমার হাত ধরো কাজী ,কাজী গেয়ে চলেছেন কবিগুরুর গান। সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান,
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়। কবিগুরু নজরুলের হাত ধরে বলে চলেছেন "চরৈবেতী চরৈবেতী" ভালমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে। ভাল মন্দ যাহাই আসুক সত্য রে লও সহজে.......
amar lekha ta khub valo legeche ami ki path korte parbo ato sudhu কয়েকটি শব্দ diye sudhu lekha noi ❤ mone স্মরণীয় হয়ে thakar moto কিছু kotha khub valo hoyeche
Aditi Mukherjee
ইচ্ছে হলে সকলেই পাঠ করতে পারেন
সত্য রে লও সহজে
অদিতি মুখার্জী
বাউল সম্রাট শাহ আবদুল করিম বললেন--
"আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি
মন বান্ধিবি কেমনে?
আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি
পরাণ বান্ধিবি কেমনে?"
সত্যিই, মনটাকে কি বাঁধা যায়?
কবিগুরু বললেন--"মেনে নেওয়া আর মনে নেওয়া এক নয়"
মেনেই যদি না নেই মনে নেবো কি ভাবে?
বিদ্রোহী কবি বললেন--
"আজ সৃষ্টি সুখের উল্লাসে—
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে"
সৃষ্টি সুখের উল্লাসে
ধরলাম হাত বিদ্রোহী কবির
কবিগুরু মনে না নিয়ে, মেনেও নেবো না
বাউল সম্রাট, মনই যখন বাঁধতে পারবে না, হাত এবং পা কোনটাই আর বাঁধা যাবে না।
দুন্দুভি বেজে ওঠে,বিদ্রোহের সুর শোনা যায়।
"মহা-বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত,
যবে উত্পীড়িতের ক্রন্দন-রোল আকাশে বাতাসে ধ্বনিবে না –
অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণ-ভূমে রণিবে না –
বিদ্রোহী রণ ক্লান্ত
আমি সেই দিন হব শান্ত।"
পূবগগনে ভোরের আলো ফুটে উঠল।
কবিগুরু বলে উঠলেন--সভ্যতার এই সংকটে আমার হাত ধরো কাজী ,কাজী গেয়ে চলেছেন
কবিগুরুর গান।
সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান,
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো, নিজেরে করো জয়।
কবিগুরু নজরুলের হাত ধরে বলে চলেছেন "চরৈবেতী চরৈবেতী" ভালমন্দ যাহাই আসুক সত্যরে লও সহজে।
ভাল মন্দ যাহাই আসুক সত্য রে লও সহজে.......
2 weeks ago (edited) | [YT] | 9