Digital Shikkhok (Engr Sharif Uddin)

এক নজরে রমাদানের আমল:

১) রমাদানের চাঁদ দেখা।
২) রোজা রাখা।
৩) তারাবিহর নামাজ পড়া।
৪) দেরি করে সাহরী খাওয়া।
৫) তাড়াতাড়ি ইফতার করা।
৬) ইফতারের সময় দুআ করা।
৭) ইফতার ও সাহরিতে খেজুর খাওয়া।
৮) রোজা অবস্থায় দুআ করতে থাকা।
৯) সকল প্রকার গোনাহ বর্জন করা।
১০) ঝগড়া পরিহার করা।
১১) মিথ্যা পরিত্যাগ করা।
১২) বেশি বেশি ইস্তেগফার করা।
১৩) মিসওয়াক করা।
১৪) তাহাজ্জুদ পড়া ও দুআ করা।
১৫) রোজাদারকে ইফতার করানো।
১৬) বেশি বেশি সাদাকা করা।
১৭) শেষ দশকে লাইলাতুল ক্বদর তালাশ করা।
১৮) ইতেক্বাফ করা।
১৯) রমজানের শেষ দশকে লাইলাতুল ক্বদরের দুআ করা।
২০) সদকাতুল ফিতর আদায় করা।
২১) কুরআন তেলাওয়াত বেশি বেশি করা।

7 months ago | [YT] | 3