সুর সঙ্গম

চালাকির দ্বারা কোন মহৎ কাজ সাধিত হয় না -পরম পূজনীয় স্বামীজীকে আমার প্রনাম🙏🙏🙏🙏🙏
ইউটিউবে সকল বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা । বন্ধুরা আমরা এখনে সবাই আমাদের নিজেদের সামান্য বা অসামান্য যাই হোক না কেন আমরা আমাদের প্রতিভা তুলে ধরছি, হয়ত এখান থেকে আমাদের বিশেষ কোন রোজগার হবে না বা অনেক কিছু রোজগার হবে, সে যাই হোক না কেন বন্ধুরা মোট কথা হল এখানে আমরা সবাই সবার পাশে থেকে হাতে হাত রেখে এগিয়ে যাবো এটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। তবে বন্ধুরা ইউটিউবে এমন কিছু মানুষ আছেন যারা ইউটিউবে নিজেদের বিশেষ কোন মহৎ মহামানবের তকমা লাগিয়ে অন্যের সর্বনাশ করছে। কাউকে হাইট করছে, কাউকে ব্লক করছে আবার চাকরীর প্রলোভন দিচ্ছে । এদের থেকে সাবধান হোন বন্ধুরা। আমার একটা ছোট্ট বোন ওর চ্যানেলের নাম Bonvojan With Suparna কে বারবার হাইট করছে। কে বা কারা করছে আমি জানি না। তবে যে বা যারা এই কাজটি করছেন তারা কি ঠিক করছেন? জানাবেন বন্ধুরা। সবশেষে আমার ছোট্ট বোনটিকে একটাই কথা বলব, বোন স্বামীজি বলেছেন - তোমরা মহৎ কাজ করার জন্য এই পৃথিবীতে জন্মেছ , কুকুরের ঘেউ ঘেউ ডাকে ভয় পেয়ো না।
বোন তুমি এগিয়ে যাও আমি জানি সকল বন্ধুরা তোমার পাশে আছেন।
বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের নিজের খেয়াল রাখবেন।
আমার এই কথাগুলো জানানোর প্রয়োজন মনে করেছি বলেই জানালাম। যদি আমি কোন ভুল করে থাকি তাহলে বিষয়টা মার্জনার দৃষ্টি তে দেখবেন আর এসব দুরাচারী লোকেদের থেকে সাবধানে থাকবেন।
বন্ধু রা ঈশ্বর আমাদের সকলের মঙ্গল করূন এই কামনা করি

1 month ago | [YT] | 11