Katha - Kirane Jayasri

বন্ধুরা, সকলের জ্ঞাতার্থে একটি বিষয়ের অবতারণা করছি --

একেবারেই আধুনিক কালের তথাকথিত কবি বা বলা যায় কলম পেশা'র অধিকারী/ অধিকারিণী এমন কিছু বিষয় নিয়ে কবিতা বা সাহিত্য রচনা করছেন, যা অত্যন্ত নিম্নরুচির পরিচায়ক।

আমাদের সকলের হৃদয়ে আসীন বিখ্যাত মনীষী, বাংলা সাহিত্যের অত্যন্ত সুপরিচিত নারী চরিত্র, পুরাণ চরিত্র -- এঁনাদের নিয়ে যে ধরনের কবিতা রচনা করছেন, তা আজকের সমাজকে অবক্ষয়ের দিকে...অধঃপতনের দিকে ঠেলে দেওয়ার ক্ষেত্রে একটি অন্যতম কারণ।

সাহিত্য পাঠে মন পরিশুদ্ধ হয়, জ্ঞানার্জন হয়।
বন্ধুরা - বলুন তো এ জাতীয় কবিতা মনের কোণে আলো জ্বালাতে সক্ষম কি... !?
যাঁদের আমরা অন্তরে এতদিন শ্রদ্ধা ও সম্মানের আসনে বসিয়েছিলাম, কুরুচিপূর্ণ লেখা গুলি পড়ার পর বর্তমান প্রজন্ম কি তাঁদের শ্রদ্ধা ও সম্মান করবে....!?
এই জাতীয় রচনা কেবল সস্তায় জনপ্রিয়তা এনে দেয়। মানুষের অন্তরে চেতনা, বোধ - বুদ্ধি অর্জনে পুরোপুরি অক্ষম।
বর্তমানে যেন শারীর কেন্দ্রিক লেখালেখির হিড়িক বেড়েছে। এই জাতীয় চটুল লেখা মানুষ বেশি খায় ( বর্তমানের ভাষায় ) ‌।

এতে সমাজের উন্নতি নেই, বরং চূড়ান্ত অবনতি... কিছু কিছু ছোট ছোট ছেলেমেয়েরা যাদের বোধ বুদ্ধির বিকাশ এখনও হয়নি, তারা এ জাতীয় লেখার মধ্যে আমোদ লাভ করে। পরিণতি স্বরূপ - আজকের পেপার, খবরের চ্যানেল সর্বত্র আমরা অরাজকতা দেখতে পাচ্ছি।
সঠিক শিক্ষা পাচ্ছে কি আজকের প্রজন্ম....? উচ্ছৃঙ্খলতা দেখতে দেখতে, পড়তে পড়তে নিজেরাও বেপরোয়া হয়ে যাচ্ছে।

বন্ধুরা....মস্তিষ্কের বিকাশের প্রয়োজন, মানসিকতার পরিবর্তনের প্রয়োজন। আমরা যারা সুস্থ মানসিকতার মানুষ, আসুন না - এই জাতীয় লেখা গুলিকে বর্জন করি।

ছোট্ট ছোট্ট পদক্ষেপ একদিন সমাজের পরিবর্তন আনতে সক্ষম।

( কলমে : জয়শ্রী )
.
.
#KathaKiraneJayasri

4 weeks ago (edited) | [YT] | 5