-OFFER-

"পৃথিবীর মুখ দেখা হলো না"
--------------------------------------------

১০ মিনিটের আবেগ, মা গো!
মাত্র ৫ মিনিটের সুখ!
কে তুমি মা, দেখতেও দিলে না—
এই সুন্দর পৃথিবীর মুখ!

জোর করে আসিনি তো
তোমার গর্ভে আমি,,
পৃথিবীতে সন্তানই নাকি—
মায়ের কাছে সবচেয়ে দামী!

তবে কেন সুখের মোহে,
আমায় গর্ভে নিলা?
সুখ শেষে কলঙ্কের ভয়ে,
কেটে-ছিঁড়ে আমায় দূরে ফেলে দিলা!

একদিন ঠিকই আসবে তুমি,
আমার কাছেই মা গো!
খোদার কাছে কী বলবে সেদিন—
একটুখানি ভাবো!

আমি তো মা, বেঁচে গেছি,
বেঁচে গেছে আমার মান।
নয়তো সমাজ বলতো আমায়—
অবৈধ সন্তান’!

তোমার একটু সুখের আশায়,
আমায় নিয়েছিলা।
আবার সেই সুখ শেষে,
আমায় বিসর্জন দিলা।

তোমার মাও যদি করত তোমার সাথে এমন,
বুঝতে মা,গো পারতেন, তুমি—
মৃত্যুর যন্ত্রণা কেমন....

(তাই বলি—
বেপর্দা শিক্ষিত নয়,
পর্দাশীল অশিক্ষিতাই হোক,
সেই নারীকেই বিয়ে করো সুন্দর জীবন গড়!)

লেখক,
Dreams of Robbani
মাঠের বাজার আবু বক্কর ফাজিল ডিগ্রী মাদ্রাসা....
Facebook →
https://www.facebook.com/share/p/15YtjUGAyS/

6 months ago | [YT] | 0