Amazing Life BTS BD

তোমরা হয়তো জানো যে আমি চ্যানেলের অনেক ভিডিও delete করে দিয়েছি। কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো উপায়ও ছিল না। কপিরাইটেট ভিডিও নিয়ে ইউটিউব অনেক স্ট্রিক্ট। আমার চ্যানেলে reused content এর কারণে মনিটাইজেশন অফ হয়ে গিয়েছিল। তাই বাধ্য হয়ে আমার যেসব ভিডিওতে copyright claim এসেছিল সেগুলো delete করে দিতে হয়েছে। Porashuna Song BTS Version এই ভিডিওটিতে পুরো 2.1 M views এসেছিল সেটাও ডিলিট করে দিতে হয়েছে। 😭 আমার অনেক কষ্ট লেগেছিল তোমাদের ফেবারিট ভিডিওগুলো ডিলিট করতে। কিন্তু তা না করলে হয়তো ভবিষ্যতে আমার চ্যানেল কপিরাইট স্ট্রাইকের কারণে বন্ধ হয়ে যেত। কিন্তু তোমরা চিন্তা করিও না আমি ওই ভিডিওগুলো আবার আপলোড করব। আর তোমরা যারা ইউটিউবে নতুন কাজ করতেছ বা ইউটিউবে কাজ করতে চাও তারা reused content এর ব্যাপারে সতর্ক থাকিও। ইউটিউবের মতে তোমার বানানো ভিডিওতে তোমার তোলা ভিডিও থাকতে হবে আর না হলে তোমার আওয়াজ থাকতে হবে। তাহলে কোন সমস্যা হবে না। কিন্তু ভিডিওতে যদি এর কোনটিই না থাকে তাহলে সমস্যা হবে। তোমরা যদি ইউটিউবে বিটিএস রিলেটেড ভিডিও আপলোড করতে চাও তাহলে এই বিষয়গুলো মাথায় রাখিও। আমি চাই না অন্য কেউ ইউটিউবে আমার মত সমস্যায় পড়ুক। আর হ্যাঁ আমি আরও মজার মজার ভিডিও আপলোড করব এই চ্যানেলে। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। Purple you ARMY. 💜💜

1 year ago | [YT] | 47