Pinaki Bhattacharya

~এনএসআই এবং ডিজিএফআই ইউনূস সরকারের বিরুদ্ধে সক্রিয়~

জুলাই সনদে এনসিপি স্বাক্ষর না করা; গত বৃহস্পতিবার গভীর রাতে ‘জুলাই যোদ্ধা’দের জাতীয় সংসদ ভবনের সামনে বিক্ষোভ এবং শুক্রবার সকালে প্রাচীর টপকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চের সামনে অবস্থান ও পরবর্তীতে পুলিশের সাথে ধস্তাধস্তি ও সংঘর্ষ; বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাদের আন্দোলনের আগাম খবর সরকার প্রধানকে এনএসআই, ডিজিএফআই ও এসবি জানাতে পারেনি।

ছাত্রলীগ, যুবলীগ এবং ইন্ডিয়ান এজেন্টে ভরে আছে পুরো এনএসআই। এই প্রতিষ্ঠানটি সার্বক্ষণিকভাবে দেশের সবগুলো দফতরকে ভুল তথ্য দিয়ে, বিভিন্ন কর্মকর্তা সম্পর্কে ত্রুটিপূর্ণ ধারণা ছড়িয়ে বিভ্রান্ত করছে। পাশাপাশি আমাদের জাতীয় স্বার্থ বিরোধী সকল তথ্য সংগ্রহ করে তা ‘র’-এর হাতে তুলে দিচ্ছে। মহাপরিচালক হিসেবে যে জেনারেল এখানে কর্মরত আছেন তিনি সেনাপ্রধানের খুবই বিশ্বস্ত ব্যক্তি ও তার ইচ্ছায় এই পদে নিয়োগপ্রাপ্ত। সেজন্য সেনাপ্রধান ও তার জেনারেল চক্রের কার্যকলাপ সম্পর্কে এই ব্যক্তি কোন একটি ঘটনাতেও অন্তর্বর্তীকালীন সরকারকে আগাম কোন তথ্য দিতে সক্ষম হননি।

গুম, খুন ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান লুটপাটের সাথে জড়িত জেনারেলরা একে একে যে সবাই ইণ্ডিয়ায় পালিয়ে গেল। গাঢাকা দেয়ার আশঙ্কা বা এই অপরাধীদের কোন সন্ধান কখনোই ডিজিএফআই-এর ওয়াকারপ্রিয় ডিজি সরকারকে দিতে পারেনি।

2 weeks ago | [YT] | 15,590