ParnaOfficial1111
আলোকের দিশারী তুমি, জ্ঞানের প্রদীপ হাতে,অন্ধকারে পথ দেখাও ভালোবাসার সাথে।তোমার শেখানো কথায় খুঁজে পাই জীবনের মানে,স্বপ্ন গড়ার সাহস জাগে প্রতিটি শিক্ষার টানে।তুমি হলে মনের মাটি, বপন করো জ্ঞানের বীজ,শিক্ষক তুমি অনন্ত আলো, পথ দেখাও নিঃসীম আজ।তোমার জন্য হৃদয় ভরে জানাই কৃতজ্ঞতা,শিক্ষক দিবসে প্রণাম নাও, রইল ভালোবাসা।
2 weeks ago | [YT] | 9
ParnaOfficial1111
আলোকের দিশারী তুমি, জ্ঞানের প্রদীপ হাতে,
অন্ধকারে পথ দেখাও ভালোবাসার সাথে।
তোমার শেখানো কথায় খুঁজে পাই জীবনের মানে,
স্বপ্ন গড়ার সাহস জাগে প্রতিটি শিক্ষার টানে।
তুমি হলে মনের মাটি, বপন করো জ্ঞানের বীজ,
শিক্ষক তুমি অনন্ত আলো, পথ দেখাও নিঃসীম আজ।
তোমার জন্য হৃদয় ভরে জানাই কৃতজ্ঞতা,
শিক্ষক দিবসে প্রণাম নাও, রইল ভালোবাসা।
2 weeks ago | [YT] | 9