আমি সুলতা সিংহ বলছি। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন হলো ভিডিও কোনো পোস্ট করতে পারিনি কারণ শাশুড়ি মা খুব অসুস্থ ছিলেন ,উনাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম হাসপাতাল ও বাড়ির কাজে । বর্তমান মা আনেকটাই সুস্থ কিন্তু মন টা তাও খুব খারাপ কারণ আমার চার টি বিড়াল ছিল খুবই আদরের কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ল হঠাৎ করে , ডাক্তার ওষুধ ইনজেকশন সবই চলেছে নিয়ম মত কিন্তু বাঁচাতে পারিনি, তাই মন টা খুব ই খারাপ থাকার কারণে গান ও গাইতে পারিনি । এতদিন না পোস্ট করার জন্য মাফ করবেন আর আজ বিকেলে একটি দোল এর গান গাওয়ার চেষ্টা করেছি ,কেমন লাগলো কমেন্ট বক্স এ অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন এবং পাশে থাকবেন । ধন্যবাদ 🙏🙏❤️
Sulata Singha Music
আমি সুলতা সিংহ বলছি।
বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন হলো ভিডিও কোনো পোস্ট করতে পারিনি কারণ শাশুড়ি মা খুব অসুস্থ ছিলেন ,উনাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম হাসপাতাল ও বাড়ির কাজে । বর্তমান মা আনেকটাই সুস্থ কিন্তু মন টা তাও খুব খারাপ কারণ আমার চার টি বিড়াল ছিল খুবই আদরের কিন্তু তারা অসুস্থ হয়ে পড়ল হঠাৎ করে , ডাক্তার ওষুধ ইনজেকশন সবই চলেছে নিয়ম মত কিন্তু বাঁচাতে পারিনি, তাই মন টা খুব ই খারাপ থাকার কারণে গান ও গাইতে পারিনি ।
এতদিন না পোস্ট করার জন্য মাফ করবেন আর আজ বিকেলে একটি দোল এর গান গাওয়ার চেষ্টা করেছি ,কেমন লাগলো কমেন্ট বক্স এ অবশ্যই জানাবেন। ভুল ত্রুটি মার্জনা করবেন এবং পাশে থাকবেন ।
ধন্যবাদ 🙏🙏❤️
6 months ago | [YT] | 26