Bangla life

মানুষ এত সহজে ভেঙে পড়ে না,
ভেঙে পড়ে শুধু তার ভরসা।
যে নিজের ওপর বিশ্বাস রাখে,
তার জীবন তাকে কখনো ফেলে দেয় না।
ঝড় আসবে, বাধা আসবে,
পাহাড়ের মতো সমস্যাও সামনে দাঁড়াবে—
কিন্তু মনে রাখো,
নদীকে কেউ শেখায় না সে কোথায় যাবে;
সে নিজেই পথ তৈরি করে নেয়।
তুমিও পারবে—
একবার শুধু নিজের শক্তি চিনে নাও।❤️❤️❤️

2 weeks ago | [YT] | 1