Asadudzaman Joy
দুনিয়ার সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট কি?নিজের উপর ইনভেস্ট করা।শেয়ার বাজারে টাকা ডুবতে পারে। বিজনেসে লস হতে পারে।প্রপার্টির দাম পড়ে যেতে পারে। কিন্তু নিজের উপর করা ইনভেস্টমেন্ট কখনও বৃথা যায় না।নিজের উপর কীভাবে ইনভেস্ট করবেন? • প্রতিদিন কিছু সময় শেখার পেছনে দিন • ভালো ভালো বই পড়ুন, যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেয় • নিয়মিত নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করুন - লিখুন, বলুন, শিখুন • শরীরের যত্ন নিন - কারণ শরীরের শক্তি ছাড়া বড় স্বপ্নও দুর্বল হয়ে যায় • নিজের সময়কে গুরুত্ব দিন - সময় মানেই আসলে জীবন • ভুল করলে নিজেকে দোষ না দিয়ে, শেখার জায়গা খুঁজুনসবচেয়ে বড় কথা হচ্ছে, নিজের ভেতরের মানুষটার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন। নিজেকে ভালোবাসার মানে আত্মকেন্দ্রিক বা সেলফিশ হওয়া না, বরং নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা।আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে এগিয়ে নেয়ে যেতে পারেন, তাহলে একদিন নিজেই নিজেকে দেখে বিষ্মিত হয়ে যাবেন।
6 months ago | [YT] | 202
@JahansBookReview
🥰🥰
6 months ago | 0
@ayesha6768
আসসালামুআলাইকুম। অনেক সুচিন্তাযুক্ত কথা বলেছেন।
@jahidhasanmilu.bangla
True ❤️
@kibriakishor8247
❤️❤️❤️
@SaifurRahman-lr9zz
❤️
@baraqahcartoonbangla9249
Ki ki shekha uchit please ektu dharona den💗
@Career.roadmap2025
It’s great for professional https://youtu.be/4J97ld3hRfU?si=s3K4ir6-YChvCrWo
3 weeks ago | 0
Asadudzaman Joy
দুনিয়ার সবচেয়ে লাভজনক ইনভেস্টমেন্ট কি?
নিজের উপর ইনভেস্ট করা।
শেয়ার বাজারে টাকা ডুবতে পারে। বিজনেসে লস হতে পারে।প্রপার্টির দাম পড়ে যেতে পারে। কিন্তু নিজের উপর করা ইনভেস্টমেন্ট কখনও বৃথা যায় না।
নিজের উপর কীভাবে ইনভেস্ট করবেন?
• প্রতিদিন কিছু সময় শেখার পেছনে দিন
• ভালো ভালো বই পড়ুন, যা আপনার চিন্তাভাবনাকে বদলে দেয়
• নিয়মিত নিজের স্কিল বাড়ানোর চেষ্টা করুন - লিখুন, বলুন, শিখুন
• শরীরের যত্ন নিন - কারণ শরীরের শক্তি ছাড়া বড় স্বপ্নও দুর্বল হয়ে যায়
• নিজের সময়কে গুরুত্ব দিন - সময় মানেই আসলে জীবন
• ভুল করলে নিজেকে দোষ না দিয়ে, শেখার জায়গা খুঁজুন
সবচেয়ে বড় কথা হচ্ছে,
নিজের ভেতরের মানুষটার সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলুন।
নিজেকে ভালোবাসার মানে আত্মকেন্দ্রিক বা সেলফিশ হওয়া না, বরং নিজের ভেতরের সম্ভাবনাকে জাগিয়ে তোলা।
আপনি যদি প্রতিদিন একটু একটু করে নিজেকে এগিয়ে নেয়ে যেতে পারেন, তাহলে একদিন নিজেই নিজেকে দেখে বিষ্মিত হয়ে যাবেন।
6 months ago | [YT] | 202