Md Talha Sadik

আজকের দিনটা ছিল বিশেষ — বড় ভাই তাফিম আর ছোট ভাই তালহা দুজনেই সাজে একসাথে। উজ্জ্বল হলুদ পাঞ্জাবি, মুখে হাসি, মনে আনন্দ। স্টেজে বসে ছবি তুলছে দু’জন, যেন জীবনের এক টুকরো খুশি ধরে রাখছে ফ্রেমে।
তালহা — ছোট হলেও তার নিজের জগৎ আছে। ইউটিউবার হিসেবে সবাই চেনে, পরিশ্রম আর হাসিতে ভরা তার জীবন। অন্যদিকে তাফিম, বড় ভাইয়ের মতো ছায়া হয়ে পাশে থাকে সবসময়, পরামর্শ দেয়, যত্ন নেয়, আর ছোট ভাইয়ের সাফল্যে হাসে সবচেয়ে বেশি।
তাফিম বলে,
“তুই যত বড় হবি, মনে রাখিস, তোর পাশে আমি সবসময় আছি।”
তালহা হাসে, বলে,
“ভাই, তুমিই তো আমার সবচেয়ে বড় সাপোর্ট!”
স্টেজের চারপাশে ফুলের গন্ধ, আলো, আর ভাইয়ের ভালোবাসায় দিনটা হয়ে উঠেছিল একেবারে স্বপ্নের মতো।
দুজনেই জানত— সময় বদলাবে, কিন্তু ভাইয়ের সম্পর্ক থাকবে ঠিক এই ছবির মতোই — অটুট, উজ্জ্বল, আর ভালোবাসায় ভরা।

4 days ago | [YT] | 2



@RNRTEAM10k

অনেক অনেক দোয়া রইল তোমার জন্য ❤❤❤😊

3 days ago | 2