Mujibar Kaji

#শারদীয়ার_উপহার #পর্ব_২,
কাশীপুর, খাতড়া, বাঁকুড়া # ৩১/০৮/২০২৫
গাছ আমাদের জীবন, একটি আমগাছ ও একটি তাল গাছ রোপন করে এবং বিনামূল্যে শিক্ষা মিত্র কোচিং সেন্টারের কর্ণধার অমৃত বাউরী কে সম্মানিত করে মানবতার অনুষ্ঠান শুরু হয়..
আজ ৩১/০৮/২০২৫ তারিখে কলকাতার #বেহালা_আনন্দী_ওয়েলফেয়ার_সংস্থার সহায়তায় এবং তাঁদের উপস্থিতিতে এবং #বিষ্ণুপুর_আমরা_করবো_জয় এর উদ্যোগে বাঁকুড়া জেলার খাতড়া থানার ডাঙ্গাডুমরি পাহাড়ের কোলে কাশীপুর গ্রামের #বিনা_মূল্যে_শিক্ষা_মিত্র_কোচিং_সেন্টারের প্রাঙ্গনে..
কাশীপুর গ্রামের শবর ও বাউরী পরিবার কে.. আনন্দীর শারদীয়ার উপহার..
(১) মায়েদের শাড়ি_ ৩৬টি, (২) বয়স্ক বাবাদের_ লুঙ্গি গামছা_৩৪টি (৩) মহিলাদের দুইমাসের স্যানিটারি ন্যাপকিন ও প্যান্টি_২০জন (৪) শিশুদের শিক্ষা সামগ্রী_৫৫জন (৫) খেলাধুলার সামগ্রী বল, লাফদড়ি, লড্ডু.. ইত্যাদি (৬) কোচিং সেন্টারের জন্য বেশ কিছু বই (৭) একসাথে দুপুরের আহার_১২০জন, মেনু_ভাত, মুসুর ডাল, শাকভাজা, আলুপোস্ত, মাংস কষা / ডিমের কারী, আমড়ার চ্যাটনি।(৮) ১২জন শিশুদের নতুন জমা (৯) বেশ কিছু ব্যবহার যোগ্য ভালো পরিধেয় বস্ত্র।
আমাদের তরফে সম্মানিত করলাম বেহালা আনন্দী পরিবার কে।
কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই বেহালা আনন্দী পরিবার কে।🙏
সমগ্র অনুষ্ঠান আয়োজন করে সমাজকর্মী অনুপ বাউরী, অমৃত বাউরী ও তাদের সঙ্গী সাথীরা, অনেক ভালোবাসা ❤️
একটু চেষ্টা ও পাশে থাকার আকুতি নিয়ে আপনাদের ভালোবাসায়..

বিষ্ণুপুর আমরা করবো জয়
আমি এক যাযাবর, গাছদাদা, মানবতার ফেরিওয়ালা। যাযাবর বন্ধু
9531764023/6295565356
#bishnupuramrakorbojoy #আমিএকযাযাবর #amiekjajabar #যাযাবরবন্ধু #ধারাবাহিক_কাজই_আমাদের_সম্মাননা #date_31_08_2025 #যাদের_প্রয়োজন_তাদের_পাশে_আমরা #হীড়বাঁধ #বাঁকুড়া #মানবতা #ভালোবাসা #পরিবেশরক্ষা #humanity #loveislove #help #follower #hilightseveryonefollowers2025 #শারদ_উপহার_২ #আনন্দী

5 days ago | [YT] | 0