S,A kitchen with vlog

আসসালামু আলাইকুম একটু সাময়িক সমস্যার জন্য আমার বড় মেয়ের পা কেটে গেছিল এর জন্য ভিডিও দিতে পারতেছি না দুঃখিত চেষ্টা করব দেওয়ার জন্য সবাই জানেন আমাদের ছোট একটা বাচ্চা আছে আবার রমজান মাস সারাদিন রোজা রেখে ক্লান্ত হয়ে গেলে আর কিছু ভালো লাগে না এজন্য ভিডিও দিতে পারতেছি না ঠিক মতন চেষ্টা ভিডিও দেওয়ার জন্য সবাই পাশে থাকবেন প্লিজ অনেকে আছে ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায় এতে চ্যালেনে অনেক ক্ষতি হয় প্লিজ এরকম কেউ করবেন না ভালো না বাসতে পারেন ক্ষতি করেন না কারো কারণ একটা চ্যানেল নিয়ে একজন মানুষের অনেক স্বপ্ন সাপোর্ট দিয়ে সবাই পাশে থাকা চেষ্টা করবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ কেউ কিছু মনে কইরেন না অনেক কষ্ট পেলে একটা মানুষ এরকম স্ট্যাটাস দেয় কেন আমি দেখি লাইক নাই বিয়েও জানাই কিন্তু কমেন্ট করা আছে এরকম ভালোবাসা দরকার নাই খাঁটিটা না হলে নকলটার দরকার নাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন।

5 months ago | [YT] | 6