Amader Dinratri

ঘড়িতে সময় দুপুর ১ঃ৪৫। সকলে খাবার টেবিলে ব‍্যস্ত, হঠাৎ করে একটা প্লেন ভেঙে পড়ল বহুতল বাড়ির ছাদে… সব শেষ ২৪১ টি প্রাণ চোখের পলকে ছাই। এক আকাশ স্বপ্ন নিয়ে উড়েছিল লণ্ডনের পথে। পৌঁছানো হল না নিজের দেশে, কর্ম জীবনে, প্রিয়জনের কাছে… দেশের প্রতিটি খবরের কাগজ, প্রতিটি সংবাদ মাধ্যম নিজের নিজের মতন করে খবর বিক্রি করতে তৎপর। কি হয়েছিল গতকাল, যান্ত্রিক গোলযোগ নাকি ঊর্দ্ধতনের খামখেয়ালিপনা… হাজারো তদন্ত, অনু গবেষণায় এখনো কিছু জানা যায়নি!

ভারতের ইতিহাসে এই প্রথম এতবড় দুর্ঘটনা আকাশপথে…!

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ‘কবি’ উপন‍্যাসের একটি লাইন খুব মনে পড়ছে….”হায় জীবন এত ছোটো কেনে…!”

প্রতিনিয়ত চারিদিকে এত ধ্বংস, আমরা তার মধ্যেও বেঁচে আছি কেমন আশ্চর্য বিষয়, তাই না…!

কাল থেকে মনটা ভীষণ ব‍্যাকুল, বেশ কয়েকবার চেষ্টা করেও দুলাইন লিখতে পারিনি…😔 ঐ পরিবার গুলির কথা কেবলই মনে হচ্ছে আর শিউরে উঠছি… তাঁদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা নেই শুধু ভগবানের কাছে এতটুকু প্রার্থনা করি যাঁরা অসময়ে চলে গেলেন ভগবান তাঁদের উদ্ধার করবেন কিন্তু পরিবারের প্রতিটি সদস্য যাঁদের জীবনে এই বিপর্যয় নেমে এল তাঁদেরকে এই শোক সহ‍্য করার শক্তি অবশ্যই করুণাময় যেন দেন…🙏

2 months ago (edited) | [YT] | 135



@sonamukhiroy7490

খুবই মর্মান্তিক ঘটনা !!!! জীবন অনিশ্চিত ......... যাঁরা প্রাণ হারালেন তাঁদের আত্মার শান্তি কামনা করি 🙏🙏 তাঁদের পরিবারের প্রতি জানাই সমবেদন

2 months ago (edited) | 2  

@swastikabiswas4888

সত্যি ! 😢😢😢 যত ভাবছি ততই এমনই মনে হচ্ছে এমন ও হতে পারে 😭 সত্যি বলতে কোথাও ঈশ্বরের উপর ও অনেকখানি অভিমান হচ্ছে এই ভেবে - এতো গুলো প্রাণ কে অকালে ঝরে দিতে দিলে কেন ? কেন রক্ষা করলে না সকলকে 😭😭 কত পাপী তাপি বহাল তবিযাতে ঘুরছে তাদের কেন শাস্তি নেই ঠাকুর ?😢😢অনেক অভিমান হচ্ছে ঈশ্বরের উপর আর তাও বলবো ঈশ্বর ওদের তুমি একটা সুন্দর জীবন এরপর অবশ্যই দিও গো 😭😭😭🙏🏻🙏🏻🙏🏻 তোমার উপর অভিমান হয় কিন্তু ভরস

2 months ago | 1  

@agita-j8g

🙏

2 months ago | 1  

@pallabibhattacharya1524

Onara jara pran haralen khub e dukhito ami ami onader antar santi kamona kori

2 months ago | 1  

@SaheliBiswas-v7d

Aj kono video pelam na to mam!

2 months ago | 1