Ayasha Sheakh Anisha

গতকাল বিকেলের দিকে আমি বাড়ি ফেরার জন্য সম্রাট পরিবহনের কাউন্টারে টিকিট কাটতে গিয়েছিলাম। কারণ বিকেল বেলাতেই আমার বাড়ি ফিরে আসার কথা ছিল।
কিন্তু সেখানে গিয়ে যে আচরণটা আমি পেলাম, তা সত্যিই আমাকে খুব কষ্ট দিয়েছে।

কাউন্টারে দাঁড়িয়ে আমি ভদ্রভাবে স্টুডেন্ট টিকিট চাই এবং আমি আমার আইডি কার্ড দেখাই।তারা আমার সঙ্গে খুব রূঢ় ব্যবহার করে। আমাকে বলে নাসিং কলেজ নাকি কোন বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান না একটা ট্রেনিং সেন্টার। আমার পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন এবং তিতুমীর কলেজের শিহ্মার্থীদের টিকেট দেয়।আমি বলি আমরা তো ঢাবি অধীনেই আছি উনি বলে আপনি তো স্টুডেন্ট না। আমি বুঝানো চেষ্টা করি আমি নাসিং কলেজে পড়ি। টিকেট দিতে না করে দিলে আমি যাএী টিকেট কেটে জানালার পাশে বসি। তখন আমি শুনতে পাই পাশের একজন বলছে শিহ্মার্থীকে যে টিকেট দিলেন না যদি পড়ে অভিযোগ করে বা কোন সমস্যা হয়। তখন উনি হেসে পাশের ছেলেকে বলে নাসিং হলো বেডি মার্কা পেশা এরা কিছুই বলবে না তখন আমার এতো খারাপ লাগে। এই অপমানে আমার চোখ দিয়ে পানি চলে আাসে আমি কিছু বলি না। আর ভাবছিলাম এই কাজ যদি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন,তিতুমীর কিংবা যেকোন বিশ্ববিদ্যালয়ের ছাএী সাথে ঘটতো কত কিছুই না হতো। ওরা ঢাবির স্টুডেন্ট দের অনেক ভয় পায় স্যার বলে ডাকে আমারও তো স্টুডেন্ট আমাদের কী স্টুডেন্ট ভাড়া দেওয়া যায় না? আগে কখনো এমন হয়নি আগে যখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে একটা কলেজে পড়তাম তখন নাম বলার সাথে সাথে স্টুডেন্ট টিকেট দিতো। আর এখন নাসিং কলেজে পড়ে স্টুডেন্ট ই না এটা অনেক কষ্টের। আমরা প্রতিবাদ করি না ধৈর্য্য ধরি এর সুযোগ সবাই নেয়। আর বেডি মার্কা প্রফেশন তো তাই অধিকার থেকে বঞ্চিত করা সহজ।

আমি এই আচরণের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ✊
পরবর্তীতে যেন আর কোনও মেয়েকে বা যাত্রীকে এমন অসম্মানজনক আচরণের মুখোমুখি হতে না হয়—এই আশা করি।

ঘটনাস্থল
সম্রাট পরিবহনের টিকেট কাউন্টার
মহাখালী বাস টার্মিনাল

4 weeks ago | [YT] | 2