★VEER-TONU★

-আমি fell করি আমি না থাকলেও কারো জীবনে কিচ্ছুই যায় আসে না। আমার life টা একদম সাধারণ। তেমন কোনো বন্ধু নেই কেউ নেই সব জায়গায় একা। মানুষের দিকে তাকাইলে দেখি সবাই সবার টা নিয়ে ব্যস্ত.। সবার কত্তো বন্ধু আর এইদিকে আমাকে দেখো যার সাথেই বন্ধুত্ত করি সেই ছেড়ে যায়...!, 💔সবকিছু কেমন boring.... এমন কেউ নেই যে মন খারাপ এ পাসে থাকবে।।। 😅😅😅💔 মন খারাপ হলে কেউ কিছু দিয়ে মন ভালো করবে তেমম বন্ধু ও নেই। কেউ বোঝেনা..... "Friend " hate this word

1 month ago (edited) | [YT] | 13