নায়াগ্রা জলপ্রপাত শতাব্দীর পর শতাব্দী মানুষের কল্পনাকে মুগ্ধ করে চলেছে। বিশ্বের প্রাকৃতিক বিস্ময় হিসেবে বিবেচিত দৃষ্টিনন্দন এই জলপ্রপাতটি কানাডার অন্টারিও এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত। লেক ইরি-র স্রোতস্বিনী জলরাশি লেক অন্টারিও-র বুকে সগর্জনে আছড়ে পড়ার মনোরম দৃশ্যই জন্ম দিয়েছে নায়াগ্রা জলপ্রপাতকে। ভীষণ স্বচ্ছ, ঠান্ডা ও ক্লান্তিনাশী এর পানি। এর গ্রীষ্মকালীন জলতরঙ্গের নয়নাভিরাম দৃশ্য বছরের অন্য যে কোন সময়ের চেয়ে বেশী উপভোগ্য। জলকণাগুলো বাষ্প হয়ে নিমেষেই মেঘে রুপান্তরিত হচ্ছে আর বাতাসে ভেসে বেড়াচ্ছে অবিরত। কখনো কখনো শিশিরকণায় পুরো এলাকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে। সুবহানাল্লাহ! আল্লাহর সৃষ্টির এ শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক শোভা নির্মল প্রশান্তিতে মূহুর্তেই আত্মবিভোর করে দেবে ভ্রমণপিপাসু যে কোন দর্শনার্থীকে।
Azhari Media
নায়াগ্রা জলপ্রপাত শতাব্দীর পর শতাব্দী মানুষের কল্পনাকে মুগ্ধ করে চলেছে। বিশ্বের প্রাকৃতিক বিস্ময় হিসেবে বিবেচিত দৃষ্টিনন্দন এই জলপ্রপাতটি কানাডার অন্টারিও এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের সীমান্তে অবস্থিত। লেক ইরি-র স্রোতস্বিনী জলরাশি লেক অন্টারিও-র বুকে সগর্জনে আছড়ে পড়ার মনোরম দৃশ্যই জন্ম দিয়েছে নায়াগ্রা জলপ্রপাতকে। ভীষণ স্বচ্ছ, ঠান্ডা ও ক্লান্তিনাশী এর পানি। এর গ্রীষ্মকালীন জলতরঙ্গের নয়নাভিরাম দৃশ্য বছরের অন্য যে কোন সময়ের চেয়ে বেশী উপভোগ্য। জলকণাগুলো বাষ্প হয়ে নিমেষেই মেঘে রুপান্তরিত হচ্ছে আর বাতাসে ভেসে বেড়াচ্ছে অবিরত। কখনো কখনো শিশিরকণায় পুরো এলাকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়ছে। সুবহানাল্লাহ! আল্লাহর সৃষ্টির এ শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক শোভা নির্মল প্রশান্তিতে মূহুর্তেই আত্মবিভোর করে দেবে ভ্রমণপিপাসু যে কোন দর্শনার্থীকে।
~Dr. Mizanur Rahman Azhari
1 year ago | [YT] | 484