Anas islam Apon
আজ প্রথম রোজা। আবার ঘরে ঘরে, অফিসে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, দোকানে, রাস্তায় জমে উঠবে ইফতার। মহল্লায়, ঘরে ঘরে জমে উঠবে সেহরি। তবে এবার রমজানে মা কে কল দিবে না নাফিসা। মামার বাসায় একসাথে সেহরী, ইফতার করবে না তারা।ছোট্ট নাফিজ পছন্দের ইফতার আইটেম নিয়ে বায়না করবে না। ফাইয়াজ এবার ব্যাচ ইফতার আয়োজন করবে না।সাইদকে বাড়ি থেকে ফোন করে কেউ খোজ নিবে না কবে বিশ্ববিদ্যালয় বন্ধ হবে।মুগ্ধর ইফতার টেবিলে আর হাসবে না পরিবারের সাথে। ফয়সাল তার এলাকার ছোট ভাইদের নিয়ে ইফতার প্রোগ্রাম আয়োজন করবে না।ওয়াসিম তার মায়ের জন্য বাজারের চিন্তা করবে না। রুবেল-ইমনদের আর বাড়ি টাকা পাঠানোর টেনশন নেই।ছোট্ট মেয়েটা পাশে বাসায় ইফতার দেখে খুশি হবে না।তাঈম তার বাবার উপর রাগ করবে না কেন সে পুলিশের ডিউটি রেখে বাসায় আসে না।আসিফ নিশ্চয় ফলপট্টিতে যেয়ে আর ইফতারের জন্য ফল কিনে আনবে না।তানভীনের মা ছেলের জন্য শরবত বানাবেন না। প্রায় ১৫০০ কিংবা তার অধিক পরিবার থেকে এবার ইফতার আর রোজার আনন্দ, মুহুর্ত হারিয়ে গেছে। আমাদের মাঝ থেকে ১৫০০ মানুষ হারিয়ে গেছে চিরদিনের জন্য। আমরা তাদের জন্য দোয়া করবো, আমরা তাদের পরিবার হয়ে মোনাজাতে স্মরণ করবো।লেখা : PUSAB , ছবি :JRA
9 months ago | [YT] | 4
Anas islam Apon
আজ প্রথম রোজা।
আবার ঘরে ঘরে, অফিসে, বিশ্ববিদ্যালয়ে, স্কুলে, দোকানে, রাস্তায় জমে উঠবে ইফতার। মহল্লায়, ঘরে ঘরে জমে উঠবে সেহরি।
তবে এবার রমজানে মা কে কল দিবে না নাফিসা। মামার বাসায় একসাথে সেহরী, ইফতার করবে না তারা।
ছোট্ট নাফিজ পছন্দের ইফতার আইটেম নিয়ে বায়না করবে না। ফাইয়াজ এবার ব্যাচ ইফতার আয়োজন করবে না।
সাইদকে বাড়ি থেকে ফোন করে কেউ খোজ নিবে না কবে বিশ্ববিদ্যালয় বন্ধ হবে।
মুগ্ধর ইফতার টেবিলে আর হাসবে না পরিবারের সাথে।
ফয়সাল তার এলাকার ছোট ভাইদের নিয়ে ইফতার প্রোগ্রাম আয়োজন করবে না।
ওয়াসিম তার মায়ের জন্য বাজারের চিন্তা করবে না।
রুবেল-ইমনদের আর বাড়ি টাকা পাঠানোর টেনশন নেই।
ছোট্ট মেয়েটা পাশে বাসায় ইফতার দেখে খুশি হবে না।
তাঈম তার বাবার উপর রাগ করবে না কেন সে পুলিশের ডিউটি রেখে বাসায় আসে না।
আসিফ নিশ্চয় ফলপট্টিতে যেয়ে আর ইফতারের জন্য ফল কিনে আনবে না।
তানভীনের মা ছেলের জন্য শরবত বানাবেন না।
প্রায় ১৫০০ কিংবা তার অধিক পরিবার থেকে এবার ইফতার আর রোজার আনন্দ, মুহুর্ত হারিয়ে গেছে। আমাদের মাঝ থেকে ১৫০০ মানুষ হারিয়ে গেছে চিরদিনের জন্য।
আমরা তাদের জন্য দোয়া করবো, আমরা তাদের পরিবার হয়ে মোনাজাতে স্মরণ করবো।
লেখা : PUSAB , ছবি :JRA
9 months ago | [YT] | 4