Jochna akter jerin

জীবনে কখনোই ভাবেনি এই পর্যায়ে এসে কারো কাছে এতটা অপমানিত হতে হবে এতটা ঘৃণার পাত্র হতে হবে এক বিন্দু ভালবাসার জন্য তাকে জোর করতে হবে একটু তার সাথে কথা বলার জন্য প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতে হবে তার সাথে সংসার করার জন্য আকুতি মিনতি করতে হবে সত্যি কখনো ভাবিনি তার কাছে আমার মূল্য বিন্দু পরিমাণও থাকবে না প্রত্যেকটা কথার মাঝে সে আমাকে বুঝিয়ে দেয় আমি তার যোগ্য না বুঝেও তাকে ছেরে যেতে পারছিনা ওই যে মনের অজান্তে তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে বলি এই কষ্টের জীবন থেকে একবারের জন্য মুক্তি দিয়ে দাও আল্লাহ আর না হলে যতদিন বেঁচে থাকবো ভালোবাসার মানুষকে পেয়ে না খাওয়ার কষ্ট বুকে চেপে বাঁচতে হবে,,,

11 months ago | [YT] | 49