Vinchigiri
উপরওয়ালা দেখছে বসে, সবার বিচার হবে,কুরুক্ষেত্র ধ্বনিত হবে জনগণের রবে।ভাবছো রাজা, তোমার রাজে তুমিই মহারথী,ভুলছ বুঝি ধৃতরাষ্ট্রের করুণ পরিণতি।বিচার হবে, বিচার হবেই, জনগণের দ্বারে,কুরুক্ষেত্র দেখবে আবার চৌরাস্তার মোড়ে।সেদিন তোমার টলবে গদি, জনগণের ক্ষোভে,যতই তুমি শক্তি ধরো, অহংকার আর লোভে।উপরওয়ালা দেখছে বসে, সবার বিচার হবে।।- @vinchigiri#WeWantJustice #JusticeforRGKar #jhargramelephantcase #janmashtami #vinchigiri
1 year ago | [YT] | 5,134
Vinchigiri
উপরওয়ালা দেখছে বসে, সবার বিচার হবে,
কুরুক্ষেত্র ধ্বনিত হবে জনগণের রবে।
ভাবছো রাজা, তোমার রাজে তুমিই মহারথী,
ভুলছ বুঝি ধৃতরাষ্ট্রের করুণ পরিণতি।
বিচার হবে, বিচার হবেই, জনগণের দ্বারে,
কুরুক্ষেত্র দেখবে আবার চৌরাস্তার মোড়ে।
সেদিন তোমার টলবে গদি, জনগণের ক্ষোভে,
যতই তুমি শক্তি ধরো, অহংকার আর লোভে।
উপরওয়ালা দেখছে বসে, সবার বিচার হবে।।
- @vinchigiri
#WeWantJustice #JusticeforRGKar #jhargramelephantcase #janmashtami #vinchigiri
1 year ago | [YT] | 5,134