Shahara Shathy Cooking Vlog

দ্বিতীয়বার মা হওয়ার গল্প শেয়ার করছি আপনাদের মাঝে
আমার বিয়ের হয়েছিল ১৬ বছর বয়সে বিয়ের পরপরেরি আমার কোলজুড়ে আসে আমার ছেলে। তখন সবাই খুব খুশি। দিন বাড়তে থাকে ছেলেও বড় হতে থাকে এভাবে ১২ বছর কেটে যায় আমার আর কোন সন্তান হচ্ছিল না। খুলনার ভিতরে যত গাইণী ডাক্তার আছে সবাই কে দেখিয়ে ছিলাম সবার একটায় কথা আর বাচ্চা হবেনা বহুত ঔষধ খেয়েছি কিন্তু কাজ হয়নি। এদিক স্বামী মন খুব খারাপ কারণ তার মেয়ে খুব পচ্ছন্দ আমার বান্ধবীদের মেয়ে দেখলে সে কিছু না কিছু কিনে দিত আর বলতো এই সুখ
আল্লাহ আমার কপালে রাখিনি তার এই আবেগ আমাকে
খুব কষ্ট দিতো। বেশ কিছু দিন ধরে বুকে ব্যাথ্যা করতো ডান
আর পেটে ব্যাথ্যা করতো তখন ডাক্তার আল্ট্রাসোনা দিছিলো। আলট্রাসোনাপ করার পরে রিপোর্ট আসলো গলব্লাডারে পাথর হয়েছে। ২০ সালের শুরুতে ২-৩ মাস অবজারভেশনে থাকলাম ওষুধ পানি খেলাম কিন্তু ব্যথা কমে না তারপরে ফেব্রুয়ারি মাসে ডাক্তার সিদ্ধান্ত নেয় একমাস পর অপারেশন করবে সেই সময় আমার পিরিয়ড বন্ধ জন্য ঔষধ দিয়েছিলো কারণ আমার গায়ে রক্ত কম
ছিল তাই যেহেতু অপারেশন অনেক রক্ত যাবে সে জন্য
৮ মার্চ আমার আপরেশন হলো ১০ মার্চ বাংলাদেশ করোনা
ধরা পড়লো আমাকে পাচ দিন পর ক্লিনিক থেকে নিয়ে আসার পর মোটামুটি একটু সুস্থ তখন ব্যাথ্যা টা কমে গেছে
কিন্তু কোন কিছুতে বমি কমতো না ডাক্তার বললো তিন
মাস পর সব ঠিক হয়ে যাবে। এর ভিতরে আমার স্বামী ৮ মাসের জন্য অন্য জায়গায় পোস্টিং করে দেয়। সে আর
বাসায় আসতে পারেনা অপারেশনের ১৬ দিনের থেকে আমি নিজেই বাজারঘাট করা শুরু করি। তারপর এভাবে
কেটে যায় তিন মাস তবুও সুস্থ হতে পারিনা দিন যত যায় তা তো অসুস্থ হতে থাকে আমার কেন জানি মনে হয় অপারেশন করে লাভ কি হলো আমি তো আগের থেকে বেশি অসুস্থ হচ্ছি। কিন্তু হাজবেন্ড তো বাসায় নেই,বাসায় আমি আর ছেলে থাকি তাই বিষয়গুলো শেয়ার করতে পারছিলাম না। সেই সময় আমার বান্ধবী আমাকে দেখা শুনা করত ওকে আমি মাঝে মাঝে বলতাম দেখো আমার
এমন হচ্ছে শরীর টা খুব খারাপ লাগছে। একটা কথা বলতে
ভুলে গেছি আমাকে যখন ওটিতে নিচ্ছিল অপারেশনের জন্য তার আগে সব চেকআপ আর একবার করিয়ে নিয়েছিল তখন একজন নার্স আমাকে এসে বলল আপু আপনি কি পেগনেন্ট আমি বলল না কিন্তু নার্স টা মুসকি
হাসলো। যখন তিন মাস পিরিয়ড বন্ধ করার যে ওষুধটি আমি খাচ্ছিলাম অফ করে দিলাম ডাক্তারের পরামর্শ অনুযায়ী। কিন্তু তখন আমার আর পিরিয়ড হচ্ছিল না
আমি খুব চিন্তায় ছিলাম আমার সমস্যা কথা হাজবেন্ডকে জানালাম সে বলল কিভাবে তোমার পিরিয়ড হবে তোমার গায়ে তো রক্ত থাকে না কিন্তু আমার মন মানছিল না যেহেতু একবার আমি মা হয়েছি তাই মা হওয়ার অনুভূতিটা আমি বুঝি আমি সব সময় ঝাল পছন্দ করি ওই সময়টা আমার প্রচন্ড পরিমাণে মিষ্টি আর অনুভূতি যেহেতু নিজে বাজার করতাম মিষ্টির দোকানের সামনে গেলে আমার রসমালাই রসগোল্লা এগুলো খেতে ইচ্ছে করত আমি ভাবতাম কি ব্যাপার আমি তো মিষ্টি পছন্দ করি না আরো অনেক সিমটম ছিল যেগুলো দেখে আমার মনে হতো আমি মা হতে যাচ্ছি কিন্তু বান্ধবীকে বলতাম চলনা একটু ডাক্তারের কাছে চেক করে দেখব। পরে আমি যখন চেকআপ করি রিপোর্ট পজেটিভ আছে তখন বাচ্চার বয়স ৬ মাসের কাছাকাছি
তখন ডাক্তার আল্ট্রাসোনা করে বললো আপনার মেয়ে হবে সেদিন এত খুশি হয়েছি যে বলার বাহিরে কিন্তু ডাক্তার
বলে আমি তো এই রিক্স নিতে পারবো না আপনার মাত্র চার মাস আগে অপারেশন হয়েছে এত বড় একটা আবার
সিজার করতে হলে আপনি নাও বাঁচতে পারেন। আমি ডাক্তারকে বলি যে কোন মূল্যে আমি এই বাচ্চা জন্ম দিতে রাজি আছি তাতে আমি মরে গেলেও আমার কোন আপসোস নাই। একটা কথা মনে রাখবেন যারা মা হতে পারিনি তারা আল্লাহ কাছে চান দেখবেন আল্লাহ চাইলে আমার মত আপনার কোলকে ভরে দিতেপারে। সেদিন পর
আমার স্বামী অনেক পরিবর্তন হয়ে ছিল যেটা আমি কখনো
কল্পনা করতে পারিনি ভাবছেন এত কথা কেন শেয়ার করছি সেই কষ্টের বিনিময়ে আল্লাহ যাকে আমার কোল
আলোকিত করে পাঠিয়েছে সেই মেয়ের আজ জন্মদিন বলুনতো ভোলা যায়। এই দিন সে আমার কোল জুড়ে
এসেছিল আর সেই সাথে আমার পৃথিবীটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আজ আমার মেয়ে আরোহি জান্নাত সাহারা শুভ জন্ম দিন তাই আপনাদের সাথে শেয়ার করা।
জন্মদিন সবাই ওর জন্য দোয়া করবেন যেন একজন ভালো মানুষ হতে পারে এবং মানুষের মত মানুষ হতে পারে। আল্লাহ হাফিজ আপুরা টেক্সটে ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।

10 months ago (edited) | [YT] | 21



@MdEshaq-t6p

তোমার এই গল্প টা মন দিয়ে পড়ে খুব ভালো লেগেছে, দোয়া করবেন যাদের কোন সন্তান নাই তাদের জন্য, মহান আল্লাহ যেনো যে সব বোনদের সন্তান নাই তাদের কে যেনো সন্তান দান করেন, কার দোয়া কখন কার জন্য কবুল হয় সে কথা একমাত্র মহান আল্লাহ জানেন

10 months ago | 0  

@pink-c8l

চলে এলাম তোমার গল্প শুনতে দিদিভাই তোমার মেয়ের জন্য অনেক ভালোবাসা তোমার পরিবার সুস্থ থাকুক 👍👍👍👍🌹🌹🌹

10 months ago | 0  

@farhanazvlog16

আল্লাহ মামণি কে নেক হায়াত দান করুক আর তোমাকে ধৈর্য্য ধরার তৌফিক দেন আপু ❤️❤️❤️

10 months ago | 0  

@ShorotBengaliVlogs

ধন্যবাদ আপু। আমিও আসবো ঠিক সময়ে। আপুর সাথে থেকো💜💜

10 months ago (edited) | 0  

@Rumikitchen15

তোমার মেয়ের জন্য দোয়া রইলো সাথে তুমি সুস্থ থাকো গল্পটা খুবই ভালো লেগেছে 🥰🥰🥰🥰🥰❤

10 months ago | 0  

@honeymodhu6889

HAPPY BIRTHDAY MY DEAR LITTLE CUTE AND SWEET PRINCESS. ALLAH BLESS YOU ALL THE BEST. MAY YOU LIVE LONG. তোমার জন্য গিফট কিনে রেখেছি মা মনি।ইনশাআল্লাহ তুমি পেয়ে যাবে।🎂🎂🎈🎈👸

10 months ago | 0  

@LinasWorld-k9o

মামনির জন্য অনেক অনেক দোয়া রইলো। আপু চলে আসলাম 🎁দিতে বুঝে নিও 🎁

9 months ago | 0  

@Fariasfamilyvlog

আসসালামু আলাইকুম😊। তোমার লেখাটা পড়লাম, মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহ তোমাকে অবশেষে একটা কন্যা সন্তান দান করেছেন। ঠিক বলেছ আপু দেয়ার মালিক আল্লাহ। মাশাল্লাহ মামণিকে পরীর মত লাগছে 😍। আল্লাহ মামনিকে নেক হায়াত দান করুক 🤲। জীবনে একজন সার্থক মানুষ হিসেবে গড়ে উঠুক বাবা-মায়ের মুখ উজ্জ্বল করুক আমিন 🤲।। শুভ জন্মদিন রাজকন্যা🌹❤️❤

10 months ago | 0  

@RubaiyasUniqueKitchen

বন্ধু হলাম 🎁

10 months ago | 0  

@MdEshaq-t6p

সোনামণির জন্য দোয়া রইলো আপু, 🤲

10 months ago | 0  

@AlvisVlogs94

সাথী আপু তোমার মা হওয়ার গল্প শুনে আমার মা হওয়ার গল্পটা মনে পড়ে গেল আর চোখে পানি এসে গেল কারণ আমার মা হওয়ার গল্প আমাকে একটা কষ্টের। আমরা সবাই মনে হয় মেয়েরা অনেক কষ্ট করি সন্তানের জন্ম দিই। সেই সন্তানকে নিয়ে স্বপ্ন দেখি আর সেই সন্তানকে কাছে পেয়ে আমরা সব কষ্ট ভুলে যাই হাসি মুখে সব কষ্ট পূরণ করে জীবনের চাওয়া পাওয়া না পাওয়ার সবকিছুই ভুলে যায় শুধুমাত্র একটা বাচ্চার দিকে তাকিয়ে। আমারও খুব ইচ্ছে করছে আমার মা হওয়ার গল্পটা তোমাদের সবার সাথে শেয়ার করতে ইনশাল্লাহ আমিও একদিন শেয়ার করব আমার এই ছোট্ট আলভি হওয়ার গল্পটা যাই হোক। আজ সাহারার জন্মদিন আমি সব সময় সাহারার জন্য অনেক অনেক দোয়া করি আপু ও যেন অনেক বড় হয় অনেক ভালো মানুষ হয় এবং সৎ মানুষ হয়। আর আল্লাহ ওকে নেক হায়াত দান ওকে খুব ভালো রাখো। সাহারার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল আল্লাহ তোমাদের সবাইকে নেক হায়াত দান করুন। তুমি তোমার স্বামীর সংসার সন্তান নিয়ে যেন সুখে দিন কাটাতে পারো শান্তিতে থাকতে পারো। আল্লাহ যেন তোমাকে সব বিপদ আপদ থেকে হেফাজত করে। আর আমি তোমার পাশে সব সময় ছোট্ট বোন হয়েই থাকতে চাই। তোমার পাশে এই ছোট্ট বোনটাকে রেখো। আমার অনেক অনেক ভালোবাসা রইলো আল্লাহ হাফেজ ♥️♥️♥️♥️

10 months ago | 0  

@ShorotBengaliVlogs

Assalamu Alaikum apu ❤️👍

10 months ago | 0  

@rubelrkvlogs1

মাশাল্লাহ মেয়েটা অনেক সুন্দর

10 months ago | 0  

@shahinur_siddika

আল্লাহ তোমাকে সব সময় সুস্থ রাখুক। আর অনেক ধৈর্য দান করুন আমিন

10 months ago | 0  

@TahminaomanVlogs

Apu apner bondhu holam

9 months ago | 0  

@KhadijaVlogsbd

মাশাল্লাহ

9 months ago | 0  

@LakysKitchen

আপনার মেয়ের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো সাথে আপনার জন্য দোয়া রইল আল্লাহ তায়ালা যেন আপনাদেরকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে সহিসালামতে রাখে ❤️❤️❤️

10 months ago | 0  

@tushurkhammi999

👍 আপনাকে ব্যাক দিয়ে গেলাম আপু

10 months ago | 0  

@SurayaNihaVlog

❤️❤️

10 months ago | 0  

@LuckyKhatun520

Assalamu Alaikum wa Rohmatullohi wa Barokatuh

10 months ago | 0