Fairy Of Novel
প্রণয়ের কথা –রায়হানের চিঠি আয়াতের জন্য!প্রিয় প্রণয়ের নারী আয়াত,আজ তুমি আমার ঘরের আলো।তুমি ঘুমিয়ে আছো পাশে, নিঃশব্দ নিঃশ্বাসে… আর আমি তাকিয়ে আছি তোমার মুখের দিকে — যেমন তাকিয়ে থেকেছি সেই কলেজ লাইফে, আড়াল থেকে…তখন তোমার চোখে তাকাতে সাহস হতো না, আর আজ? আজ এই চোখেই আমার জীবনের পূর্ণতা।আয়াত, জানো?তুমি শুধু আমার প্রেমিকা না…তুমি আমার বন্ধু, আমার অভিমান, আমার সকাল-বিকেল, আমার নিজের গড়ে তোলা স্বপ্ন।যেদিন প্রথম তুমি “রায়হান, আমার রাগ শেষ” বলে হাসলে… আমি বুঝেছিলাম, ভালোবাসা আসলে শব্দে না — অনুভবে জমে।আজ আমরা এক ছাদের নিচে, এক বিছানায়, এক জীবনে।আমি চেয়েছিলাম, আমার জীবনের গল্পটা এমন একজন দিয়ে শুরু হোক, যার চোখে ভরসা থাকে, কণ্ঠে কোমলতা থাকে, আর হাতে হাত রেখে বলার সাহস থাকে —“তুমি আছো তো, আমি ভয় পাই না।”আমি জানি, আমি ভুল করব… রাগ করে ফেলব… হয়ত তোমার চোখ ভিজে যাবে।কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, যতবার ভাঙবে, ততবার জোড়া দেব… যতবার তুমি চুপ করবে, আমি বুঝে নিব…কারণ, আমি তোমার প্রেমে না… আমি তোমাতে আছি।তুমি আজ আমার স্ত্রী — কিন্তু তার থেকেও বড় কথা, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ।আয়াত....ভালো থেকো… সবসময় আমার পাশে থেকো।কারণ আমি “রায়হান” হয়েছি, শুধুই তোমার “আয়াত” হওয়ার জন্য।আমার প্রণয়ের কথা সব তোমাকে ঘিরেই ||–তোমার প্রণয়ের পুরুষ রায়হানসমাপ্তি~🪄
3 weeks ago | [YT] | 3
@muktajulekha812
🥰🥰
3 weeks ago | 1
Fairy Of Novel
প্রণয়ের কথা –রায়হানের চিঠি আয়াতের জন্য!
প্রিয় প্রণয়ের নারী আয়াত,
আজ তুমি আমার ঘরের আলো।
তুমি ঘুমিয়ে আছো পাশে, নিঃশব্দ নিঃশ্বাসে… আর আমি তাকিয়ে আছি তোমার মুখের দিকে — যেমন তাকিয়ে থেকেছি সেই কলেজ লাইফে, আড়াল থেকে…
তখন তোমার চোখে তাকাতে সাহস হতো না, আর আজ? আজ এই চোখেই আমার জীবনের পূর্ণতা।
আয়াত, জানো?
তুমি শুধু আমার প্রেমিকা না…
তুমি আমার বন্ধু, আমার অভিমান, আমার সকাল-বিকেল, আমার নিজের গড়ে তোলা স্বপ্ন।
যেদিন প্রথম তুমি “রায়হান, আমার রাগ শেষ” বলে হাসলে… আমি বুঝেছিলাম, ভালোবাসা আসলে শব্দে না — অনুভবে জমে।
আজ আমরা এক ছাদের নিচে, এক বিছানায়, এক জীবনে।
আমি চেয়েছিলাম, আমার জীবনের গল্পটা এমন একজন দিয়ে শুরু হোক, যার চোখে ভরসা থাকে, কণ্ঠে কোমলতা থাকে, আর হাতে হাত রেখে বলার সাহস থাকে —
“তুমি আছো তো, আমি ভয় পাই না।”
আমি জানি, আমি ভুল করব… রাগ করে ফেলব… হয়ত তোমার চোখ ভিজে যাবে।
কিন্তু আমি প্রতিজ্ঞা করছি, যতবার ভাঙবে, ততবার জোড়া দেব… যতবার তুমি চুপ করবে, আমি বুঝে নিব…
কারণ, আমি তোমার প্রেমে না… আমি তোমাতে আছি।
তুমি আজ আমার স্ত্রী — কিন্তু তার থেকেও বড় কথা, তুমি আমার সবচেয়ে কাছের মানুষ।
আয়াত....
ভালো থেকো… সবসময় আমার পাশে থেকো।
কারণ আমি “রায়হান” হয়েছি, শুধুই তোমার “আয়াত” হওয়ার জন্য।
আমার প্রণয়ের কথা সব তোমাকে ঘিরেই ||
–তোমার প্রণয়ের পুরুষ রায়হান
সমাপ্তি~🪄
3 weeks ago | [YT] | 3