KAMAL BISWAS.

আমার প্রিয় শ্রদ্ধেয় বন্ধুরা সকলকে জানাচ্ছি। আজ রাত 10 টায় আমি লাইভ করব সবাই অবশ্য করেই আমার পরিবারের জয়েন্ট হবেন। আজকে আমি আমার সুখবর একটা দেবো সকলের কাছে। আর একটা খবর দেবো জারা নিজেদের মতলবে চলে, অন্যকে ব্যবহার করে, এমনকি মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিতে দ্বিধাবোধ করে না তাদেরও পরিচয় দেবো আমি।,,,,,,
এই ধরনের মানুষদের কাছ থেকে অবশ্যই আপনারা খুব সাবধানে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এনারা কিন্তু খুব মিষ্টি কথা বলে কিন্তু ভেতরটা কি আছে জানতে পারবেন।
সকলকে আমন্ত্রিত রইল,

*ধন্যবাদ *

2 months ago | [YT] | 11