দেশ প্রেমিক শিক্ষা নেই তাই দেশের প্রতি কোন মায়া নেই,, সকল বন্দর বিমানবন্দর সহ সকল সরকারি প্রশাসন অফিস সেক্টরে কত যে অপরাধ অপকর্ম হয় উপর থেকে নিচ পর্যন্ত অনিয়ম-দুর্নীতি লুটপাট করে বলার ভাষা রাখে না,,সকল বন্দর বিমানবন্দর টিকেট কাউন্টার স্টেশন ফায়ার সার্ভিস বিদেশে মাধ্যমে দায়িত্ব দিয়ে সেবা নেওয়া ও সকল উন্নয়নমূলক সেবা সেনাবাহিনীর মাধ্যমে সেবা কাজ করলে লুটপাট চোরাচালান সহ কোন অপরাধ অপকর্ম হবে না দেশটা দেখার মত আধুনিক হবে,,,চারপাশে রাস্তা ড্রেন চাওড়া প্রশস্ত পরিস্কার করা এবং সকল ইলেকট্রনিক তার পাইপ যেন মাটির নিচে দিয়ে নেওয়া হয় তা ব্যবস্থা করা, আন্ডারপাস রাস্তা করতে হবে ইউর্টান ব্যবস্থা ও ফ্লাইওভার নামার রাস্তা চাওড়া করতে হবে,,নেতা ও কর্মকতারা সিন্ডিকেট করে রাস্তা ঘাটে অবৈধভাবে দখল চাঁদাবাজি ফুটপাত দখলমুক্ত করতে হবে,, নদ নদী খাল বিল দিয়ে ওয়াকওয়ে রাস্তা করা পরিস্কার করে রাখা ব্লক নির্মান ও বেরিবাঁধ টেকসই মানের করতে হবে,,পরিবেশ রক্ষা করা,, যে পযন্ত সকল সরকারি প্রশাসন সেক্টরে স্বৈরাচার মুক্ত না হবে সে পযন্ত দেশ স্বৈরাচার স্বজনপ্রীতি মুক্ত হবে না,, বাহির ভিতর দুশমন কিভাবে দেশ ও জাতি কে রক্ষা করবো সেই অনুযায়ী সেবা করা,, সাময়িক শক্তি গোয়েন্দা সংস্থা প্রতিরক্ষা ব্যবস্থা সংস্কার সংগঠন বাড়ানো,, কমিটিসহ সকল অফিস সেক্টর বিভাগ কঠোর আইন শাস্তি বহিষ্কার জবাবদিহিতা নিরপেক্ষ তদন্ত হতো সকল সিস্টেম আধুনিক হত এবং আমরা যদি শিক্ষায় শিক্ষিত দেশ প্রেমিক হতাম সততা ও দেশপ্রেমিক নেতা হতো পাওয়া যেতো তাহলে দেশটা আধুনিক ডিজিটাল ও অসহায় মানুষ গুলো ভালো থাকতো,, দেশের সম্পদ অপচয় করে বিদেশে যায় শিখতে,, কিন্তু আফসোস আমরা চেয়ার চাকরি পদ ক্ষমতার লোভে মুখস্থ বিদ্যা করা ইংরেজি তে কথা বলা শিক্ষিত রুপে ভদ্র অশিক্ষিত অসভ্য নোংরা মানসিকতার বেশির ভাগ মূর্খ্য নেতা অসৎ কর্মকতারা জনগণের কষ্ট টাকা অনিয়ম দুর্নীতি ঘুষ চুরি তাই আমার দেশটা লুটপাট প্রতিহিংসার রাজনীতি হয়,,উপর থেকে নিচ পর্যন্ত সিন্ডিকেট করে থাকে,,এককাজ বারবার করা সময় বাজেট বাড়ানো,, যে কেউ হোক আইন লংঘনকারী কে বিচারে আওতায় আনতে হবে,,অপরাধ তদন্ত অনুসন্ধান করা,দেশের আইন শাসন সুনিশ্চিত করা,,যে বা যারা অপরাধীদের রক্ষা করবে তাদের বিচার করতে হবে,,অপরাধ অন্যায় করার সাহস হলো কিভাবে? অবহেলা করে কারা?? অতীতে অনিয়ম-দুর্নীতি সহ খারাপ অপরাধ অপকর্ম করছে তাই বর্তমানে করছে,ভবিষ্যতে করবে,,তাই সাথে সাথে তদন্ত জবাবদিহিতা বহিষ্কার করে আইনের আওতায় আনা ও কঠোর বিচার শাস্তি দেওয়া,, ভবিষ্যৎ প্রজন্ম কথা ভেবে সকল কাঠামো অবকাঠামো উন্নয়ন সেবা করা,, সেতু সড়ক রাস্তা গ্রামীণও বাস গাড়ি ট্রেন মেট্রোরেল প্রকল্প করা পুরো দেশের ব্যবস্থা করা,, আধুনিক হাসপাতাল চিকিৎসা করা কেউ বিদেশে না যায়,, নেতা ও কর্মকতারা ফুটপাত রাস্তা সড়ক নদ নদী ঘাটে অবৈধ দখল চাঁদাবাজির যানজট সৃষ্টি করে রাখা ময়লা পোস্টার ব্যানার মুক্ত করতে হবে,, উন্নয়নের নামে সিন্ডিকেট লুটপাট করা এবং নানা রকম অপরাধ অপকর্ম বিশৃঙ্খলা হতেই থাকবে, বেশির ভাগ প্রশাসনে ব্যবস্থায় ফিটিং নিয়ে থাকে তাই কোন নিয়ম কানুন নেই,,কেউ দেখার নেই যারা দেখবে তারাই অনিয়ম-দুর্নীতি স্বজনপ্রীতি সাথে জড়িত,, সকল অফিস জাগায় সিন্ডিকেট করে অপচয় দলীয়করণ মুক্ত করা সকল পুরাতন সিস্টেম সংস্কার করে আধুনিক সিস্টেম গঠনমূলক শাসন ব্যবস্থা বাংলাদেশ রাষ্ট্র করতে হবে,, যে দলেই ক্ষমতায় আসুক না কেন দেশ চলবে নিরপেক্ষ সংবিধান মাধ্যমে,, রাজনীতি নিয়ে ব্যবসা ও রাজনীতিবিদ সরকারি কর্মকতা পরিবার বিদেশে বসবাস এবং নামে বেনাম সম্পদে পাহাড় গড়ে তুলতে না পারে,, শিক্ষা নিয়ে গবেষণা করা রাজনীতি মাদক রেগিং বানিজ্য নয়, খাদ্য পন্যসামগ্রিই ঔষধ পানীয় ভেজালমুক্ত ও দাম বাড়ানো জনগণের সাথে সিন্ডিকেট ব্যাংকের টাকা প্রতারণা লুটপাট বন্ধ করতে হবে,নিজের স্বার্থ সেবা নিয়ে পেরেশানি দেশ ও দেশের মানুষের কি হলো দেখার সময় নেই, ছাত্র ছাএী নেতা এমপি মন্ত্রি মুখস্থ বিদ্যা কর্মকতা সেনাবাহিনীর প্রশিক্ষণ নিতে হবে বাধ্যতামূলক,, আগে দেশ প্রেমিক তারপর দেশ সেবা,, মহিলা পরিবারতন্ত্র নেতৃত্ব জন্য দুনিয়া আখেরাত ধ্বংস,,পবিত্র কুরআন নবী হাদিস সুন্নাহ সাহাবী জীবনীগ্রন্থ দুনিয়ায় পড়াশোনা গবেষণা করা নতুন যে কোন দল থেকে পুরুষ নেতৃত্ব আসুক আল্লাহ রহমত আসবে ইনশাআল্লাহ,,,
1 day ago | 1
এই রিট কারি কি আগে ভালছিরবার গেছিলো একজন মানুষ মরারপর রিট করে এটা কোন বাংলাদেশ
1 day ago | 1
ক্ষতিগস্ত পরিবারকে শতকোটি দেওয়ার দাবী জানাই। এই মৃত্যু মেনে নেওয়ার মত না।
1 day ago | 0
ফালতু কাজের রিট না চেয়ে। অপরাধী দের সর্বোচ্চ শাস্তির আইন চেয়ে রিট আবেদন করুন।
1 day ago | 0
Jamuna TV
মেট্রোরেলের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ-রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
jamuna.tv/national/644587
1 day ago | [YT] | 774