Asansol Vlogger Sraboni

বলতে ইচ্ছে করছে আজ অনেক কিছু।
চুপ করে আছি।
একদিন যারা আমার মায়ের সাথে কথাই বলত না
এখন তারা জোর কদমে ফোন লাগিয়েছে
যে আমার মা কেমন আছে
এটা জানার জন্য।
বাট মানুষটা যে কেমন আছে হামলা কাছের মানুষ গুলোই জানি শুধু
। তারা প্রতিদিন তাকে নিয়ে যুদ্ধ করে চলেছি বলবো না
তাকে সুস্থ করার চেষ্টা করে চলেছি।
কারণ যুদ্ধ আমরা করছি না।
সবকিছুই হাসিমুখে মেনে নেব।
ভগবান যেমন পরিস্থিতিতে আমাদেরকে ফেলবে
। সেই ভাবেই
আমরা চলবো।
ওই জন্য কিছু মানুষকে বলবো তোমরা ওই বাই ফোন খবরটা না নিলেই পারো।
এটাই কষ্ট লাগে মানুষরা যখন ভালো ছিল তখন তো তার সাথে কথা বলতে না।
এখন তাহলে তার খোঁজ বারবার নিতে আসো কেন।
খুব কষ্টের সাথে এই কথাটা আজকে ডিসক্লোজার সোশ্যাল মিডিয়াতে।
যাদের খারাপ লাগা অবশ্যই লাগবে
বাট আমার মন যেটা বলেছে চেয়েছে আমি সেটাই
সেটাই আমার সোশ্যাল মিডিয়াতে আমি বলেছি।
আর আমার মা এমনই একটা মানুষ
যেই মানুষটার খবর নেওয়ার লোকের অভাব নেই। যেমন ভালো থাকতেও তারা নি তো
এবং এখনো নিচ্ছে

পরবর্তীকালে নিয়ে যাবে আমি জানি।
কিছু কিছু জিনিস না ধাক্কা মারে
যারা একটুকু কথা বলত না।
তারা ফোন করে এখন খবর নিচ্ছে

যাইহোক যাদের খারাপ লাগবে তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিলাম। ছোট মুখে যদি কোন বড় কথা বলে থাকি 🙏🏻

2 weeks ago | [YT] | 4