Welcome back. I missed you so much. Rewatched your old recipes so many times.
2 years ago | 3
দারুন । অবশেষে😍। কতদিন অপেক্ষা করে আছি! শিশুটি নিশ্চয় এখন অনেকটা স্বাবলম্বী হয়ে গিয়েছে😃😃
2 years ago | 4
তুমি এতদিন ভিডিও দাওনি সেটার জন্য খুব অস্থির হয়ে ছিলাম , কোনো কারণ না জানিয়ে হঠাৎ করে উধাও হয়ে গেলে খুব চিন্তিত ছিলাম , ফেসবুকে অনেক খুঁছেছি তোমায়, কাউকে যে জিগ্যেস করবো সেটাও কেউ নেই৷ যাক, তুমি ফিরে আসতে খুব খুশি হয়েছি৷ তোমার 70% রান্না আমি করেছি সব রান্না দুর্দান্ত হয়, আমরা মধ্যবিত্তরা একটু ভালো কিছু কিনে এনে রান্না করার আগে ভাবি 'জিনিসটা নষ্ট হয়ে যাবে না তো সবাই খেতে পারবে তো' কিন্তু তোমার রেসিপি দেখে রান্না করলে কখনো কোনো জিনিস ফেলতে হয়নি সবাই চেটেপুটে খেয়েছে 😊 তোমাকে অনেক ভালোবাসা দিদি আমাদের কাছে আবার নতুন ভাবে ফিরে আসার জন্য❤ অনেক রেসিপি দাও আমরা অপেক্ষায় আছি
2 years ago | 5
Ami r Amar ma apnar channel er khub boro fan. Apni fire esechen khub I bhalo lagche. Ma r Ami khub khusi j notun ranna sikhte parbo
2 years ago | 0
Wow.. welcome back..❤️ amar rannar haate khori bola jete pare apnar channel dhore.. je kono recipe ami sobar age apnar channel e search kori. Apnar 'kochi panthar jhol' to amar permanent mutton recipe. Amar r onyo kono rakam recipe bhaloi Lage ni.. kharap lagto apnar onuposthiti..
2 years ago
| 1
Simple and Sizzling Recipes
Hi Friends .. সবাই কেমন আছেন? আমি সোমশুক্লা, সিম্পল এন্ড সিজলিং রেসিপিজের তরফ থেকে। যেমন আপনাদেরকে বলেছিলাম, আমি Youtube এ আবার ফিরে এসেছি, কয়েকটি ভিডিও এবং শর্ট ভিডিও দিয়েছি।
কিন্তু অনেকেই যারা আমার চ্যানেল এর নিয়মিত দর্শক ছিলেন, তারা নোটিফিকেশন পাচ্ছেন না, সেটা আপনাদের কমেন্ট এর মাধ্যমে জানতে পারলাম। যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছেন, তারা সাবস্ক্রাইব বোতামের পাশের বেল আইকন টাতেও টিপে দেবেন, তাহলে নোটিফিকেশন পাবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নি, তাদের কাছেও অনুরোধ রইলো সাবস্ক্রাইব করার।
আজকেও একটি ভিডিও দেব, দেখবেন কিন্তু।
সবাই ভালো থাকবেন, খুব শিগগিরই দেখা হবে নতুন ভিডিও নিয়ে।
2 years ago | [YT] | 831