আসসালামু আলাইকুম। খুব দুঃখ নিয়ে পোস্টটা লিখছি। ১ বছর ৩ মাস হলো ইউটিউবে এসেছি। গতো১ মাসের মতো বাজে অবস্থা আর কখনো হয়নি। কিছু সময় রিচ কম থাকে এটা স্বাভাবিক। কিন্তু আমার চ্যানেলটা কেনো যেনো কোনো রিচ পাচ্ছেনা।এভাবে পরিশ্রম করার পরে কোনো ফল না পেলে সেখানে কাজ করার কোনো ইচ্ছে থাকেনা। আমার ভুলগুলো আমি একদম বুঝতে পারছি না। যাই হোক যদি এতদিনে আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ মাফ করে দিবেন। ধুঁকে ধুঁকে কাজ করার ইচ্ছে বা আগ্রহ নেই। এতদিন পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা। শিমু আপু,শিউলি আপু,ফারহানা আপু,শহিদুল ভাইয়া সহ অন্য সবাইকে অনেক ভালোবাসা। আপনারা অনেক সাহায্য করেছেন এতদূর আসতে। আপাততঃ আর কোনো নতুন ভিডিও না যদি কখনো ভালো লাগে আসবো।
Kitchen of Love
আসসালামু আলাইকুম। খুব দুঃখ নিয়ে পোস্টটা লিখছি। ১ বছর ৩ মাস হলো ইউটিউবে এসেছি। গতো১ মাসের মতো বাজে অবস্থা আর কখনো হয়নি। কিছু সময় রিচ কম থাকে এটা স্বাভাবিক। কিন্তু আমার চ্যানেলটা কেনো যেনো কোনো রিচ পাচ্ছেনা।এভাবে পরিশ্রম করার পরে কোনো ফল না পেলে সেখানে কাজ করার কোনো ইচ্ছে থাকেনা। আমার ভুলগুলো আমি একদম বুঝতে পারছি না।
যাই হোক যদি এতদিনে আমার কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন প্লিজ মাফ করে দিবেন। ধুঁকে ধুঁকে কাজ করার ইচ্ছে বা আগ্রহ নেই।
এতদিন পাশে থাকার জন্য সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা।
শিমু আপু,শিউলি আপু,ফারহানা আপু,শহিদুল ভাইয়া সহ অন্য সবাইকে অনেক ভালোবাসা। আপনারা অনেক সাহায্য করেছেন এতদূর আসতে।
আপাততঃ আর কোনো নতুন ভিডিও না যদি কখনো ভালো লাগে আসবো।
1 month ago | [YT] | 18