MNA Web Programming

আমি প্রায়ই ভাবি, বর্তমান সময়ে এমন কোনো কাজ আছে কি যেখানে এআই (Artificial Intelligence) জড়িত না? উত্তরটা স্পষ্ট—না। এআই এখন শুধু একটা টেকনোলজি না, এটা একটা রেভোলিউশন। আর আমরা যারা এই ডিজিটাল যুগে বাস করছি, তাদের জন্য AI শেখা আর অপশন না, এটা এখন অত্যাবশ্যক হয়ে পড়েছে।

আগে যেমন কম্পিউটার বা ইন্টারনেট জানা ছিল বাড়তি যোগ্যতা, এখন ঠিক তেমনভাবেই AI জানা মানেই আপনি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলছেন। AI শুধু সফটওয়্যার ডেভেলপারদের জন্য না, এটা কাজে লাগছে মার্কেটিং, কনটেন্ট ক্রিয়েশন, বিজনেস স্ট্র্যাটেজি, এমনকি পড়াশোনাতেও। আমি নিজেও যখন দেখি কিভাবে একটা চ্যাটবট ২৪ ঘণ্টা কাস্টমার সার্ভিস দিচ্ছে, বা কিভাবে AI আমাদের জন্য লেখা, ছবি এমনকি ভিডিও তৈরি করছে—তখন বুঝি, এই স্কিল না জানাটা নিজেকে পিছিয়ে রাখার নামান্তর।

এখনকার সময়ে যারা নিজেদের ক্যারিয়ার, ফ্রিল্যান্সিং, বা অনলাইন বিজনেস নিয়ে ভাবছেন, তাদের জন্য AI শেখা হচ্ছে আগামীর টিকিট। এটা শেখা মানেই শুধু কোডিং না, বরং কিভাবে একটা সমস্যা সমাধান করা যায় সেটার ক্রিয়েটিভ উপায় জানা।

তাই আমি মনে করি, যারা এখনও ভাবছেন AI শিখবেন কি না, তাদের এখনই সিদ্ধান্ত নেওয়া উচিত। নিজেকে আপডেট না রাখলে ভবিষ্যতে হয়তো পিছিয়ে পড়তে হবে এমন এক দুনিয়ায়, যেখানে AI হবে প্রতিটি কাজের অঙ্গ।

#AI #ক্যারিয়ার #SkillDevelopment #FutureReady #DigitalBangladesh #nurulazamDev #nurulazam #mnawebprogramming #mna

1 day ago | [YT] | 1