An Nafee

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।

আপনারা জানেন আমরা বেশ কিছুদিন যাবত “Gaza Needs Your Help” শিরোনামে ক্যাম্পেইন রান করে আসছি। সেই শুরু থেকেই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ও সহযোগিতায় আমরা একের পর এক ব্যাচে গাজার ক্ষুধার্ত, আহত এবং ঘরহারা মানুষদের সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

আমাদের এখন পর্যন্ত মোট কালেকশন ৪,৯২,৯২৬ টাকা। গত পোস্ট থেকে মোট কালেকশন ছিল ৩১ হাজার ৯২৩ টাকা। বর্তমানে আমাদের ফান্ডে মোট ১,৭৭,৯৭৭ টাকা রয়েছে। বাকি অর্থ দিয়ে সীমিত পরিসরে খাদ্য ও জরুরি সামগ্রী সংগ্রহ করা হয়েছে। তবে, বাস্তবতা অনেক নির্মম।

গাজার পরিস্থিতি এখন অতিশয় ভয়াবহ। মানুষ খেতে না পেয়ে রাস্তার পাশে মারা যাচ্ছে।
Al Jazeera-র সাম্প্রতিক শিরোনাম অনুযায়ী, “Israeli attacks, forced starvation kill more than 70 Palestinians in Gaza.”

আমরা ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশন এর মাধ্যমে আপনাদের অনুদানের অর্থ পৌঁছে দিচ্ছি গাজাবাসীদের কাছে। বাইতুয যাকাত অ্যান্ড সাদাকাত ফাউন্ডেশন’ এর সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত এ মানবিক উদ্যোগের ১১তম দফার ত্রাণ কাফেলা মঙ্গলবার (৫ আগস্ট) ভোররাতে কায়রো থেকে গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। ৪৫টি লরির এই বিশাল বহরে বাংলাদেশের জাতীয় পতাকা সংবলিত রয়েছে অন্তত ১৫টি লরি। এসব লরিতে প্রায় ৩০০ টন জরুরি খাদ্য, পানীয় জল ও ওষুধ পরিবাহিত হচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জন্য। এর আগে, ষষ্ঠ দফায় ৮টি ও সপ্তম দফায় ৩৫টি বাংলাদেশি ত্রাণবাহী লরি গাজায় পাঠানো হয়েছিল। 

বাংলাদেশ থেকে অংশগ্রহণকারী সংগঠনের মধ্যে ওয়ার্ল্ড ওয়ান উম্মাহ ফাউন্ডেশনের পাঁচটি লরি।

এই ক্যাম্পেইন এখনও চলমান। আপনার অনুদান, দোয়া, সবই এখন জরুরি। একেকটা রুটির দাম এখন একেকটা প্রাণের সমান।

অবস্থা এতটাই ভয়াবহ যে, আল্লাহ্ যদি কিয়ামতের দিন আমাদের জিজ্ঞেস করেন, “তুমি কি তোমার ভাইদের সাহায্যে এগিয়ে এসেছিলে?” তখন আমরা কী জবাব দেবো?

আসুন, আমরা যেন অন্তত বলতে পারি,
“হ্যাঁ, ইয়া রাব্ব! আমি দোয়া করেছিলাম, আমি অনুদান দিয়েছিলাম, আমি নীরব ছিলাম না।”

সাহায্য পাঠানোর উপায়:

বিকাশ: 01755-973552 (পার্সোনাল)
নগদ: 01755-973552 (পার্সোনাল)
রকেট: 01755-9735522 (পার্সোনাল)

ব্যাংক একাউন্ট (ডাচ বাংলা ব্যাংক):
নাম: Farukh Al Habib
একাউন্ট নম্বর: 1251580001905
ব্রাঞ্চ কোড: 125
ব্রাঞ্চ নাম: Bogura Branch
Routing No: 090100378
SWIFT Code: DBBLBDDH

আল্লাহ আমাদের ভাইবোনদের রক্ষা করুন, তাদের জন্য উত্তম ফয়সালা করুন। আমীন।

4 months ago | [YT] | 4,135