SouriMa (S+M)

78th Independence day...
Happy আর বলতে পারলাম না,
কারণ যে অবস্থা আজ সমাজের, যেখানে নারীরা প্রকৃতভাবে সেই অর্থে স্বাধীন নয়, সেখানে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কথাটা কখনোই মানায় না, দেখা যাক সেই নিরীহ মেয়েটা কত দিন পর তার সেই প্রাপ্য পুরস্কার পায় আজ শুধু এই ঘটনাটা হাইলাইট হয়েছে কিন্তু এরকম অনেক ঘটনা প্রতিনিয়ত দৈনন্দিন জীবনে প্রায়ই ঘটে চলেছে, যেগুলো আমাদের চক্ষু সম্মুখে আসে না |

তার জীবনের শেষটা অন্যরকম হতে পারতো, যতক্ষণ না আমরা সচেতন হচ্ছি বিশেষ করে সেই পুরুষরা যাদের মেরুদন্ড সোজা নয় কিন্তু অন্য কিছু খুব সহজেই সোজা হয়ে যায়, তাদের যথাযথ শাস্তি দরকার এবং এরকম যাতে দ্বিতীয়বার না হয় তাই সেরকম দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দরকার। এই ধরনের পুরুষরা যদি ভবিষ্যতেও না শোধরায় তাহলে এদের সমাজে থাকাই উচিত না |

‪@SouriMaOfficial‬

#rgkarmedicalcollege
#rgkar
#RGKarHospital
#RGKarNews
#RGKarProtest
#RGKarMedicalCollegeandHospital
#ovoya
#Tilottoma
#WomensRights
#freedom

1 year ago | [YT] | 5



@samibtimallick1552

Well said dada

1 year ago | 1