সেলস ফানেল হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি সম্ভাব্য গ্রাহককে (Lead) প্রকৃত গ্রাহকে (Customer) পরিণত করা হয়। এটি ব্যবসার বিক্রয় প্রক্রিয়ার বিভিন্ন স্তরগুলির প্রতিনিধিত্ব করে। সেলস ফানেল গ্রাহকের যাত্রা (Customer Journey) কে পরিচালনা করে, যা সচেতনতা (Awareness) থেকে শুরু করে ক্রয় (Purchase) পর্যন্ত হয়।
সাধারণত সেলস ফানেলকে কয়েকটি ধাপে ভাগ করা হয়। প্রতিটি ধাপে গ্রাহক কিছু নির্দিষ্ট ক্রিয়াকলাপ সম্পাদন করেন যা তাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যায়।
এই ভিডিওটির মাধ্যমে আমরা সেলস ফানেল নিয়ে বিস্তারিত জানতে পারব ইন শা আল্লাহ।যদি আপনি ঠিক ভাবে প্রতিটা ধাপ মেনে চলতে পারেন তাহলে আপনার ব্যবসার গ্রোথ হবে অকল্পনীয় ইন সা আল্লাহ।
ভিডিও টি পাবলিশ হবে রাত ৯টায় DigiMark Creative এর ইউটিউব চ্যানেল এ।
DigiMark Creative
সেলস ফানেল হলো এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে একটি সম্ভাব্য গ্রাহককে (Lead) প্রকৃত গ্রাহকে (Customer) পরিণত করা হয়। এটি ব্যবসার বিক্রয় প্রক্রিয়ার বিভিন্ন স্তরগুলির প্রতিনিধিত্ব করে। সেলস ফানেল গ্রাহকের যাত্রা (Customer Journey) কে পরিচালনা করে, যা সচেতনতা (Awareness) থেকে শুরু করে ক্রয় (Purchase) পর্যন্ত হয়।
সাধারণত সেলস ফানেলকে কয়েকটি ধাপে ভাগ করা হয়। প্রতিটি ধাপে গ্রাহক কিছু নির্দিষ্ট ক্রিয়াকলাপ সম্পাদন করেন যা তাকে পরবর্তী ধাপে এগিয়ে নিয়ে যায়।
এই ভিডিওটির মাধ্যমে আমরা সেলস ফানেল নিয়ে বিস্তারিত জানতে পারব ইন শা আল্লাহ।যদি আপনি ঠিক ভাবে প্রতিটা ধাপ মেনে চলতে পারেন তাহলে আপনার ব্যবসার গ্রোথ হবে অকল্পনীয় ইন সা আল্লাহ।
ভিডিও টি পাবলিশ হবে রাত ৯টায় DigiMark Creative এর ইউটিউব চ্যানেল এ।
#salesfunnel #digimarkcreative
1 year ago | [YT] | 14