CRAVE Education

ভাগ্য এত কঠিন লাগে, কারণ এটা কখনোই সহজের পথে আসে না। ভাগ্য চায় না তুমি হাল ছেড়ে দাও,
সে দেখতে চায় তুমি কতটা শক্ত, কতটা ধৈর্য ধরতে পারো।

কখনো কখনো জীবন এত কঠিন হয়ে যায় যে মনে হয়—সব শেষ। কিন্তু ঠিক তখনই, যখন তুমি শেষ সীমায় পৌঁছে যাও, ভাগ্য তোমাকে পরীক্ষা থেকে পুরস্কারে নিয়ে যায়।

ভাগ্য কঠিন নয়, আমরা তাড়াহুড়ো করি বলে কঠিন মনে হয়। তুমি যদি নিজের পথে দৃঢ়ভাবে এগিয়ে যাও,
একসময় ভাগ্য নিজেই তোমার পক্ষে কাজ করবে। তাই অপেক্ষা নয়, চেষ্টা চালিয়ে যাও। একদিন তোমার গল্পটাই হবে “অবিশ্বাস্য ভাগ্যের” গল্প।

1 month ago | [YT] | 18