Mythology by Renaissance

শুভ ষষ্ঠী আপনাদের সকলকে। সবার মঙ্গল হোক। আমার অনেক প্রাক্তন সহকর্মীরা খুব উদ্বিগ্ন হয়ে পড়েছেন আমি কেন সাংবাদিকতা ছেড়ে ধর্ম নিয়ে কাজ করছি। এটা তাদের কাছে খুব ছোট কাজ। ক্লাস নেই। তাদের বলতে চাই। এটা আমি Full Time করি না। অন্য চাকরি করি বলেই এই চ্যানেলটি চালাতে পারি। ভগবানের দয়ায়। আর নিজের কঠিন সময়ে যখন বাঁচা, মরার প্রশ্ন ছিল। সেই সময় আধ্যাত্মিক শক্তির সন্ধান পাই আমি।আর ফিরে আসি। এটা আমার খুব শান্তির জায়গা। যেখানে নেগেটিভ, মিথ্যুক মানুষজন নেই। ঈশ্বরের চরণে আমাদের সবচেয়ে শান্তি। সবাই তার খোঁজ পায় না। সৎ পথ খুব কঠিন। আমি চিরদিন সেই পথ ছাড়ি নি। একলা হলেও। তাই হয়তো ভগবানের সান্নিধ্য এইভাবে মা দুর্গা আমাকে দিয়েছেন। আমি তো সাধারণ একটা মানুষ। সবই মায়ের ইচ্ছে। জয় মা দুর্গা।

5 days ago | [YT] | 525