আমার ইউটিউবে আসার কারণ হলো আমার হাজব্যান্ড সে প্রথমে আমাকে চ্যানেল টা খুলে দেয়, এটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে সময় অসময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে গেছে, তারপরে এই ইউটিউব প্লাটফর্মে এসে অনেক বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ হয়েছে, যেখান থেকে নানা অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু শেষ মুহূর্তে এসে দেখি আমার আইডিটা মনিটাইজ করতে পারবোনা মনে করেছিলাম। হঠাৎ করে একদিন মা সমতুল্য দিদি ভাইয়ের সাথে পরিচয় হলো তার নাম শম্পা দিদিভাই সে হয়তো আমার উপরে রাগ অভিমান অনেক কিছুই করেছে কিন্তু আমি তাকে অনেক অনেক বেশি ভালোবেসেছি এবং তার ভালোবাসার জন্য আমি আরো দুটো দিদিভাই কে পেলাম, যারা কিনা নিজের ছোট্ট বোনের মতো করে আমাকে আগলে রাখে ছিলো।তারা আমার এত ভালো বাসা সাথে রেখে ছিলো নিজেকে সর্বদা হাসি খুশির মধ্য থাকতাম, আমার ভালোবাসায় দিদিভাই নাম হলো সাবিনা দিদিভাই এবং সীমা দিদিভাই।এর মধ্যে দিয়ে একটা দাদাভাই কে পাসে পেয়ে ছিলাম,সে নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসা মধ্যে আমাকে বেঁধে রেখে ছিলো।তার ছোট্ট বোন হয়ে থাকতে পেরেছি, নিজেকে খুব আনন্দ উপলব্ধি করতে পেরেছি তার জন্য আজকে আমি এই ইউটিউব একটা যাগা করে নিতে পেরেছি।সে হলো আমার ওমর দাদাভাই। আর ইউটিউব পরিবারের অনেক অনেক বন্ধু আছে যারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে গেছে।
Pinku Samanta
আমার ইউটিউবে আসার কারণ হলো আমার হাজব্যান্ড সে প্রথমে আমাকে চ্যানেল টা খুলে দেয়, এটা আমার জীবনের প্রতিটা মুহূর্তে সময় অসময় আমার হাজব্যান্ড আমাকে হেল্প করে গেছে, তারপরে এই ইউটিউব প্লাটফর্মে এসে অনেক বন্ধু বান্ধবীদের সাথে যোগাযোগ হয়েছে, যেখান থেকে নানা অভিজ্ঞতা অর্জন করেছি কিন্তু শেষ মুহূর্তে এসে দেখি আমার আইডিটা মনিটাইজ করতে পারবোনা মনে করেছিলাম। হঠাৎ করে একদিন মা সমতুল্য দিদি ভাইয়ের সাথে পরিচয় হলো তার নাম শম্পা দিদিভাই সে হয়তো আমার উপরে রাগ অভিমান অনেক কিছুই করেছে কিন্তু আমি তাকে অনেক অনেক বেশি ভালোবেসেছি এবং তার ভালোবাসার জন্য আমি আরো দুটো দিদিভাই কে পেলাম, যারা কিনা নিজের ছোট্ট বোনের মতো করে আমাকে আগলে রাখে ছিলো।তারা আমার এত ভালো বাসা সাথে রেখে ছিলো নিজেকে সর্বদা হাসি খুশির মধ্য থাকতাম, আমার ভালোবাসায় দিদিভাই নাম হলো সাবিনা দিদিভাই এবং সীমা দিদিভাই।এর মধ্যে দিয়ে একটা দাদাভাই কে পাসে পেয়ে ছিলাম,সে নিজের ছোট্ট বোনের মতো ভালোবাসা মধ্যে আমাকে বেঁধে রেখে ছিলো।তার ছোট্ট বোন হয়ে থাকতে পেরেছি, নিজেকে খুব আনন্দ উপলব্ধি করতে পেরেছি তার জন্য আজকে আমি এই ইউটিউব একটা যাগা করে নিতে পেরেছি।সে হলো আমার ওমর দাদাভাই। আর ইউটিউব পরিবারের অনেক অনেক বন্ধু আছে যারা আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দিয়ে গেছে।
2 months ago (edited) | [YT] | 32