যার ঘরে আছে তার আছেই, যার ঘরে নেই তার ঘরে তো নেই। যে সবার জন্য খাবার যোগাড় করে সে খেয়েছে কিনা সেই খবর রাখার ইচ্ছে নেই। রাস্তায় ফুটপাতে দিনে রাতে যাঁরা চাউনি করে বাসা বাড়ি করে তাদের কপালে ঠিক মতো খাবার জোটে না। আবার ঘরে খাবারের অভাব নেই কিন্তু খেতে পারে না। কারোর সময় মতো খাবার খেতে হবে, না হলে যে রোগ বাঁধে। আবার এদিকে খাবারের অপেক্ষা কান্না করে অবুঝ শিশু ঘুমিয়ে পড়ে। রিকশা চালিয়ে পাথর ভেঙে ঠ্যালা গাড়ি চালিয়ে সবার জন্য খাবার যোগাড় করা ব্যক্তির হাতে ফোসকা পরে যায় অথচ তাকে কেউ খাইয়ে দেয় না কিন্তু মনের ভেতর কতো আশায় অপেক্ষা করে কেউ তাকে খাইয়ে দিবে অথচ আশায় গুড়ো বালি। আপনি দেখতে দেখতে মন চটপট করতে করতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু দিন শেষে আপনি উপেক্ষিত। #everyoneactive @highlight
Abdul Motin
যার ঘরে আছে তার আছেই, যার ঘরে নেই তার ঘরে তো নেই। যে সবার জন্য খাবার যোগাড় করে সে খেয়েছে কিনা সেই খবর রাখার ইচ্ছে নেই। রাস্তায় ফুটপাতে দিনে রাতে যাঁরা চাউনি করে বাসা বাড়ি করে তাদের কপালে ঠিক মতো খাবার জোটে না। আবার ঘরে খাবারের অভাব নেই কিন্তু খেতে পারে না। কারোর সময় মতো খাবার খেতে হবে, না হলে যে রোগ বাঁধে। আবার এদিকে খাবারের অপেক্ষা কান্না করে অবুঝ শিশু ঘুমিয়ে পড়ে। রিকশা চালিয়ে পাথর ভেঙে ঠ্যালা গাড়ি চালিয়ে সবার জন্য খাবার যোগাড় করা ব্যক্তির হাতে ফোসকা পরে যায় অথচ তাকে কেউ খাইয়ে দেয় না কিন্তু মনের ভেতর কতো আশায় অপেক্ষা করে কেউ তাকে খাইয়ে দিবে অথচ আশায় গুড়ো বালি। আপনি দেখতে দেখতে মন চটপট করতে করতে ক্লান্ত হয়ে যাবেন কিন্তু দিন শেষে আপনি উপেক্ষিত। #everyoneactive @highlight
1 month ago | [YT] | 2