Shrabani Banerjee(NARAYAN)
শুভ সকালের শুভেচ্ছা 🌹🌹🙏🙏হেমন্ত সূর্য নতুন সকালেপুবের আকাশ জুড়েনতুন একটি দিনের সূচনাআঁধার কাটা ভোরে।বাতাসে আজ হিমেল হাওয়াবইছে ধীরে ধীরেঘাসের ডগায় শিশির বিন্দুকুয়াসা নিয়েছে ঘিরে।নতুন সকাল নতুন দিননতুন সূর্য ওঠেপাখিরা ডাকে ভোরের বেলাগাছে ফুল ফোটে।শ্রাবণী ব্যানার্জ্জী ✍️💐🌺☕🌹
1 month ago | [YT] | 13
Shrabani Banerjee(NARAYAN)
শুভ সকালের শুভেচ্ছা 🌹🌹🙏🙏
হেমন্ত সূর্য নতুন সকালে
পুবের আকাশ জুড়ে
নতুন একটি দিনের সূচনা
আঁধার কাটা ভোরে।
বাতাসে আজ হিমেল হাওয়া
বইছে ধীরে ধীরে
ঘাসের ডগায় শিশির বিন্দু
কুয়াসা নিয়েছে ঘিরে।
নতুন সকাল নতুন দিন
নতুন সূর্য ওঠে
পাখিরা ডাকে ভোরের বেলা
গাছে ফুল ফোটে।
শ্রাবণী ব্যানার্জ্জী ✍️💐🌺☕🌹
1 month ago | [YT] | 13