Mahua TV

রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টিগুলির মধ্যে "মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না" গানটি যেন এক গভীর আধ্যাত্মিক আর্তি। এই গানে কবিগুরু পরম সত্তার সঙ্গে তাঁর ক্ষণিকের মিলন এবং সেই মিলন থেকে বারবার বিচ্ছেদকে এক অপূর্ব মাধুর্যে প্রকাশ করেছেন। তিনি যেন বলছেন, জীবনপথে চলতে চলতে হঠাৎ করেই সেই পরমেশ্বরের ঝলক পাওয়া যায়—তা এক ক্ষণিক আলোকের মতো, যা চোখ ঝলসে দিয়ে মুহূর্তেই হারিয়ে যায়। হৃদয়-আকাশে 'মোহমেঘ' এসে সেই চিরন্তন দর্শনকে আড়াল করে, ফলে জাগতিক বাসনা আর মোহ-মায়ার কারণে মানুষ সেই প্রিয়তমের নিত্যসঙ্গ থেকে বঞ্চিত হয়। এই ক্ষণস্থায়ী দর্শনের পরই কবির মনে জাগে 'হারাই হারাই' সদা ভয়—এই অনুভূতিই প্রমাণ করে যে সেই দর্শন কতখানি মূল্যবান এবং বিরহবেদনা কতখানি তীব্র। গানটি মূলত মানবাত্মার চিরন্তন অনুসন্ধান ও ব্যাকুলতার এক কাব্যিক প্রতিচ্ছবি, যা মানুষকে বিষয়-বাসনা ত্যাগ করে চিরদিনের জন্য সেই পরম আশ্রয়কে হৃদয়ে ধরে রাখার জন্য অনুপ্রাণিত করে। এটি কেবল একটি গান নয়, এটি এক ভক্তের নিবিড় আত্মসমর্পণের প্রার্থনা।
#শুভ রাত্রি বন্ধুরা 🙏

2 weeks ago | [YT] | 111