রুহের দীপশিখা

এক সাহাবীর দোয়া কবুল হওয়ার ঘটনা

প্রিয় ভাই ও বোন,
দোয়া হলো মুমিনের সবচেয়ে বড় শক্তি।

একবার এক সাহাবী (রাঃ) ভ্রমণে বের হয়েছিলেন। পথে হঠাৎ তীব্র ঝড়-বৃষ্টি শুরু হলো, বজ্রপাত ও অন্ধকারে তিনি দিক হারিয়ে ফেললেন।
তিনি হতাশ হয়ে মাটিতে বসে আল্লাহর কাছে আন্তরিকতার সাথে দোয়া করতে লাগলেন—
“হে আল্লাহ! তুমি ছাড়া আমার আর কোনো ভরসা নেই, আমাকে রক্ষা করো।”

আল্লাহ তায়ালা তাঁর সেই দোয়া কবুল করলেন। মুহূর্তের মধ্যেই ঝড় থেমে গেল, আকাশ পরিষ্কার হলো, আর তিনি নিরাপদে গন্তব্যে পৌঁছালেন। সুবহানাল্লাহ!

প্রিয় ভাই ও বোন,
যখনই আপনি বিপদে পড়বেন, হতাশ হবেন না।
আল্লাহকে ডাকুন আন্তরিকতার সাথে দোয়ার মাধ্যমে।
হয়তো সেই দোয়াই হয়ে যাবে আপনার মুক্তির কারণ।

দোয়া করুন, আল্লাহর উপর ভরসা রাখুন।
আল্লাহ কখনো মুমিনের দোয়া বিফল করেন না।

3 months ago | [YT] | 1