★𝑺𝒂𝒎𝒊𝒉𝒂'𝒔 𝑨𝒆𝒔𝒕𝒉𝒆𝒕𝒊𝒄 𝑾𝒐𝒓𝒍𝒅★

21th November
Friday
10:38am

একটু সময় নিয়ে পড়ো

৫.৭ মাত্রার ভূমিকম্প
একবার ভেবে দেখো… আজকের সকালেই যদি আল্লাহ চাইতেন, ভুমিকম্পের মাধ্যমে সব ধ্বংস হয়ে যেতে পারত। আজকে, শুক্রবার, এমন এক শুক্রবার যদি পৃথিবী ধ্বংস হবে… আজকের ভুমিকম্প ছিল ৫.৭ মাত্রার। তবুও, আল্লাহ আমাদের বাঁচিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, পাপ ত্যাগ করে তাঁর পথে ফিরে আসার সুযোগ দিয়েছেন।জীবনের সব কিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে এবং আমাদের উচিত তাঁর ইবাদত তাওবা ও দোয়া করা।পাপ থেকে ফিরে আল্লাহর পথে ফিরে আসা।

রাসুল (সা.) বলেছেন—
যখন এমন বড় বড় প্রাকৃতিক ঘটনা ঘটে, তখন
মানুষ যেন নিজের কাজ, নফস, ভুলগুলো নিয়ে চিন্তা করে এবং আল্লাহর কাছে ফিরে আসে।


পৃথিবীর নিচে লাখ লাখ টন চাপ, শক্তি, প্লেট — সব আল্লাহর হাতে।
মাত্র কয়েক সেকেন্ডে তিনি মানবজাতিকে তাঁর কুদরতের কথা মনে করিয়ে দেন।
সব দুর্যোগ শাস্তি নয়।অনেক সময়:মানুষের ঈমান পরীক্ষা,ধৈর্য পরীক্ষা,আল্লাহর দিকে ফিরে যাওয়ার সুযোগ

রাসূল (সা.) বলেছেন:
মুমিনের জন্য প্রতিটা কষ্টই বরকত, যদি সে আল্লাহর কাছে ফিরে আসে।

আজকের ৫.৭ মাত্রার ভুমিকম্প—যেটা এক মুহূর্তে পুরো দেশকে নড়িয়ে দিল
সেই ভয়াবহতার মাঝেও, আল্লাহর রহমতে আমরা রক্ষা পেয়েছি।
আল্লাহ আমাদের জীবন এখনো কেড়ে নেননি—সময় দিয়েছেন।
সময় দিয়েছেন পাপ থেকে ফিরে আসার,সময় দিয়েছেন নিজেদের ঠিক করে নেওয়ার,সময় দিয়েছেন তাওবা করার এবং তাঁর পথে ফিরে যাওয়ার।


যখন জমিন কেঁপে ওঠে, তখন বিশ্বাসীরা আল্লাহর কাছে বেশি বেশি দুয়া করে, ক্ষমা চায়, নিজেদের আমল ঠিক করে।

এসো আজকের দিনটাকে বদলে যাওয়ার সূচনা বানাই

পাপ থেকে ফিরে আসা
নামাজ ঠিক করা
গুনাহ থেকে দূরে থাকা
দোয়া, তাওবা, ইস্তিগফারে মনযোগী হওয়া
আল্লাহর ওপর ভরসা করে নিরাপত্তা ও শান্তি চাওয়া

আজকে আমরা বেঁচে আছি—
এটা কোনো কাকতালীয় নয়, এটা রহমত।
আর রহমত যখন পাওয়া যায়, তখন ফিরে যাওয়ার দরজাটাই সবচেয়ে বড় নেয়ামত।

এসো, আজই আমরা ঠিক পথে ফিরে আসি।
আল্লাহর কাছে শান্তি আছে, নিরাপত্তা আছে, ক্ষমা আছে, রহমত আছে।

ভূমিকম্প শুধু মাটি কাঁপায় না—হৃদয়ও কাঁপায়

ইসলামের ইতিহাসে বহুবার এমন হয়েছে—
যখন মানুষ আল্লাহকে ভুলে গেছে,
দুনিয়ার পেছনে দৌড়েছে,
তখন প্রকৃতির মাধ্যমে আল্লাহ তাদের মনে করিয়ে দিয়েছেন।

আজকের ঘটনাও তেমনই এক স্মরণ।
ভয় দেখানোর জন্য নয়,
বদলে দেওয়ার জন্য।

আজ যদি সত্যি সত্যি আমাদের মৃত্যু হতো…

আজ যদি সেই কাঁপুনিতেই শেষ নিঃশ্বাস চলে যেত—
আমাদের শেষ আমলটা কি হতো?

অনেকের তো ফজরের নামাজও হয়নি।
অনেকে হয়তো ঘুমের মধ্যে ছিল,
অনেকে ফোনে ব্যস্ত,
অনেকে গুনাহে ডুবে…

এই অবস্থায় আমরা কি দাঁড়াতে পারতাম আল্লাহর সামনে?
কি দেখাতাম?
কি দেখানোর মতো আমল ছিল?

এই চিন্তাটাই হৃদয় কাঁপিয়ে দেয়।
ঠিক এটাই আল্লাহর নরম সতর্কতা—
“সময় আছে, ফিরে এসো।”

Share pls

2 days ago (edited) | [YT] | 1