ইহা আসলেই একটি দূর্দান্ত ছবি। অসাধারন মুখ ভঙ্গি আর পোজ ছবিটিকে আকর্ষনীয় করে তুলেছে। এমন পোজ জাতি আগে দেখে নাই। ছবিটির অসাধারন ব্যাকগ্রাউন্ড আমার মনকে ছুয়ে গেছে।ছবিটি ক্যামেরার অসাধারন ব্যবহার হয়েছে।সঠিক ভাবে ফোকাস এবং ফ্রেমিং করা হয়েছে।এই অসাধারণ ছবিটি যে তুলেছে তাকেও ধন্যবাদ জানাই।আর এই ছবির এডিট ছবির মাহাত্ব্য আরো বাড়িয়ে দিয়েছে। অসাধারণ এডিট! নামীদামি ফোটগ্রাফারের অনুপ্রানীত করবে এই সকল ছবি।মডেল হিংসার কারণ হবে এই ছবি। অসাধারণ মডেল,ফোটগ্রাফার,লোকেশন এবং এডিটের মিলবন্ধনের কারণেই আমি এত সুন্দর ছবি দেখতে পাচ্ছি। ইউটুব বাসী এমন ছবি আরো দেখতে চায়। রিয়েলদের এমন অসাধারন ছবি জাতি বারবার দেখতে চায়। সবশেষে কিছু আবেগিত সত্য কথা বলতে চাই।এত সুন্দর একটা ছবির পোস্টে কমেন্ট করতে পেরে আমি আজ আনন্দে ভাষা হারিয়ে ফেলেছি। প্রথমেই বলে নিতে চাই, পোস্টে কমেন্ট করাটা খুব সহজ কাজ ছিল না। আমার চারপাশের প্রত্যেকটা মানুষ মাথার ঘাম পায়ে ফেলে আমায় সাহায্য করেছেন এ পোস্টে কমেন্ট করতে। এজন্য আমি সবার আগে ধন্যবাদ দিতে চাই ইউটুব এর আবিস্কারক কে। উনি না থাকলে আমি আজ এ পোস্টে কমেন্ট করতে পারতাম না। এরপর আমি ধন্যবাদ দেব আমার ঠাকুরদাকে। যার জন্ম না হলে আমার বাবার জন্ম হতনা। আর আমার বাবার জন্ম না হলে আমারও জন্ম হতনা। আর আমার জন্ম না হলে এ পোস্টে আমি কমেন্ট করতে পারতাম না। আমি আর কিছু লিখতে পারছি না। আপনার পোস্টে কমেন্ট করতে পেরে আমার উত্তেজনায় হাত কাঁপছে, আনন্দে আমার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। ধন্যবাদ।
3 days ago | 0
Angel Piye
শুভ সকাল বন্ধুরা ♥️ আজ মঙ্গলবার আজকে রাত 10টা_তে আমার নাইট লাইভ আছে_সকল সাবস্ক্রাইবার বন্ধুদের আসার আমন্ত্রণ রইল 🥰🥰
1 week ago | [YT] | 31