Munzarine Art Studio

সবুজ ঘাসে হাসে ভোরের গান,
তালগাছ মাথা তোলে শূন্যে প্রাণ।
আলো-ছায়ায় মিশে ধানের গন্ধ,
প্রকৃতির কোলে লুকায় অনন্ত।

সোনালি আলো ছুঁয়েছে মাঠ,
নীরব পথের গায়ে হাত।
তালগাছ দুলে হাওয়ার ছোঁয়ায়,
গ্রাম যেন গান গায় সন্ধ্যার ছায়ায়।

3 months ago | [YT] | 14