Fairy Of Novel

প্রণয়ের কথা– পর্ব ৩৬!
লেখিকা: মারজিয়া আক্তার


রাত তখন ১১টা পেরিয়ে গেছে। আয়াতের ঘর আজ যেন আলোয় ভরা। খাটের ওপর রঙ-বেরঙের কাজ করা মেহেদি কাপড়, ফর্সা মুখে হালকা ক্লান্তি, কিন্তু তার চোখে খেলা করছে এক অন্যরকম আলোর ছোঁয়া।

ঘরের একপাশে বসে আছে স্নেহা, ইশা, সামিয়া, ফিহা, রিয়া, মারিয়া – সবাই আজ যেন আয়াতকে ঘিরেই এক অন্যরকম রঙে রাঙিয়ে তুলেছে। কেউ মেহেদির ডিজাইন বাছছে, কেউ আয়াতের হাত ধরে বলছে – “তোর বিয়ের ঘ্রাণটা পড়েই গ্যাছে আয়াত!”

স্নেহা আয়াতের পাশে এসে ফিসফিস করে বলল,
— “তোর রায়হান তো আজ রাতে ফোনেই বলল, ‘কালকের জন্য তোকে সাজিয়ে তুলব!’”
আয়াত একটু লজ্জা পেয়ে বলে,
— “প্লিজ তোরা চুপ কর না…”
সবাই একসাথে হেসে উঠে।

রাতে আয়াত ঘুমাতে পারল না। একের পর এক স্মৃতি ভেসে আসছে — কলেজের প্রথম দিন, রায়হানের রাগ, অভিমান, কাছাকাছি আসা, আর অবশেষে পারিবারিক রাজি হওয়া। আয়াত জানে, এখন থেকে তার জীবনের পথচলা নতুনভাবে শুরু হবে।

📍১০ আগস্ট — মেহেদি নাইট
বিকেল থেকেই বাড়িতে সাজসজ্জার ধুম। হলুদ-সবুজ থিমে সাজানো হয়েছে উঠোন, বাতির ঝলকানিতে যেন একেকটা তারা ঝরে পড়ছে। আয়াতের মাথায় গাঁদা ফুলের মালা, হাতে কাজ করা খয়েরি ডিজাইন। আজকের আয়াত যেন স্বপ্নের রাজকুমারী।

গান চলছে, মেয়েরা নাচছে, আয়াতের চাচাতো বোনেরা, বান্ধবীরা একসাথে বলছে –
— “এই আয়াতের তো পুরা রং লাগছে আজ! রায়হান দেখলে চোখ আটকে যাবে!”

স্নেহা বলল,
— “রায়হান ভাইয়া তো আসবেই না। ওর তো কাল গায়ে হলুদ। তবে শুনেছি, সামিয়া আপু ভিডিও কল দিবে ওকে।”

হঠাৎ ফোন বেজে উঠল। ভিডিও কল — রায়হান! আয়াত একটু অবাক হলেও ফোনটা তুলে নেয়। ওপাশে রায়হান পাঞ্জাবিতে সেজে বলল,
— “তুই এত সুন্দর লাগছিস কেন? কাল আমাকে হারিয়ে দিবি নাকি?”
আয়াত লাজুক হাসি দিয়ে বলে,
— “তুমি কাল দেখো, আজ শুধু ট্রেলার!”
রায়হান একটু চুপ করে থেকে বলে,
— “এই হাসিটাই আমার জীবন হয়ে গেছে আয়াত… কাল তোকে দেখে আবার নতুন করে ভালোবেসে ফেলব।”

সকলের চোখে জল, হাসির মাঝে লুকানো এক গা ছমছমে আবেগ।

রাত বাড়ে… গান থামে না, আয়াতের হাতের মেহেদি রাঙা হতে থাকে রায়হানের নামে। বোনেরা হাতে লেখা নাম খুঁজে বের করতে বলছে সবাইকে।

ইশা বলল,
— “যদি রায়হান ভাইয়া কাল নাম না খুঁজে পায়, তাহলে আয়াতকে কিছু চাইতে হবে!”
আয়াত হেসে বলে,
— “আমি চাইব না... ওর চোখেই আছে আমার জন্য সব উত্তর!”

আরেক প্রান্তে রায়হান একা বসে আয়াতের ছবি দেখছে ফোনে, তার চোখে আবেগ, অপেক্ষা… আর ভালোবাসা।


"মেহেদির এই রাত যেন প্রেমের এক অদৃশ্য কবিতা… যেখানে আয়াত আর রায়হান দুজনই আলাদা ঘরে থেকেও একে অপরের অস্তিত্বে জড়িয়ে আছে, নিঃশব্দে, নিঃশর্তে।"


চলবে......

3 weeks ago | [YT] | 2



@muktajulekha812

Happy birthday sister. 🥳🥳

2 weeks ago | 1