দৈনিক কবিতা প্রতিযোগিতা শিরোনাম -- কাশফুলের অভিমান কলমে -- শ্রাবণী ব্যানার্জী তারিখ -- 29/9/2023
অবহেলিত কাশের মনে দুঃখ রয়েছে অনেক স্থান পায় না বাগানে,ছাদে, কষ্টে কাঁদে বিবেক। বছর পরে আসে নিজেই শরৎ ঋতুর হাত ধরে মা দূর্গার সঙ্গে আসে ফুল ফোটাতে অনাদরে।
আউস ধানের পাকা শীষের মাথা দুলছে দেখে কাশফুল ও মাথা দোলায় শারদ বাতাস মেখে। মাঠের আলে দলে দলে অভিমান ভরা বুকে শ্বেতশুভ্র রঙের আলোয় সংসার করে সুখে।
নদীর ধারে গাঁয়ের বধূর লাজুক মুখের হাসি কাশ তুলে সে খোঁপায় গোঁজে পুলক রাশি রাশি। কাশফুল কেউ ফুলদানীতে সাজিয়ে রাখে না তুলে সৌন্দর্য্যে সে সবার সেরা সৌরভ নেই বলে ?
নীল আকাশে সাদা মেঘের পুঞ্জ পুঞ্জ ভেলা ভাসে প্রভাতী সূর্যের লালচে আভা পড়েছে শুভ্র কাশে। শারদীয়ার আগমনে কাশ ফুল ফোটে দলে দলে ঠাঁই পায় না তবু ও কাশ দূর্গা দেবীর চরণ তলে।
মাঠের আলে,নদীর ধারে,জলা কিংবা পুকুর পাড়ে শরৎ শেষে নিজে নিজে হারিয়ে যায় কোন সুদূরে। একবুক অভিমান নিয়ে কাশফুলেরা পড়ে ঝরে মাটির গর্ভে বীজ রেখে যায় আসে ফিরে বছর পরে।
Shrabani Banerjee(NARAYAN)
দৈনিক কবিতা প্রতিযোগিতা
শিরোনাম -- কাশফুলের অভিমান
কলমে -- শ্রাবণী ব্যানার্জী
তারিখ -- 29/9/2023
অবহেলিত কাশের মনে দুঃখ রয়েছে অনেক
স্থান পায় না বাগানে,ছাদে, কষ্টে কাঁদে বিবেক।
বছর পরে আসে নিজেই শরৎ ঋতুর হাত ধরে
মা দূর্গার সঙ্গে আসে ফুল ফোটাতে অনাদরে।
আউস ধানের পাকা শীষের মাথা দুলছে দেখে
কাশফুল ও মাথা দোলায় শারদ বাতাস মেখে।
মাঠের আলে দলে দলে অভিমান ভরা বুকে
শ্বেতশুভ্র রঙের আলোয় সংসার করে সুখে।
নদীর ধারে গাঁয়ের বধূর লাজুক মুখের হাসি
কাশ তুলে সে খোঁপায় গোঁজে পুলক রাশি রাশি।
কাশফুল কেউ ফুলদানীতে সাজিয়ে রাখে না তুলে
সৌন্দর্য্যে সে সবার সেরা সৌরভ নেই বলে ?
নীল আকাশে সাদা মেঘের পুঞ্জ পুঞ্জ ভেলা ভাসে
প্রভাতী সূর্যের লালচে আভা পড়েছে শুভ্র কাশে।
শারদীয়ার আগমনে কাশ ফুল ফোটে দলে দলে
ঠাঁই পায় না তবু ও কাশ দূর্গা দেবীর চরণ তলে।
মাঠের আলে,নদীর ধারে,জলা কিংবা পুকুর পাড়ে
শরৎ শেষে নিজে নিজে হারিয়ে যায় কোন সুদূরে।
একবুক অভিমান নিয়ে কাশফুলেরা পড়ে ঝরে
মাটির গর্ভে বীজ রেখে যায় আসে ফিরে বছর পরে।
2 months ago | [YT] | 27