গল্পে কবিতায় দীপালির সাথে (Golpe kobitay Dipali)

*Online Cooking Competition*
বন্ধুরা, আমাদের গল্প রান্নারবৈঠকখানা-গ্রুপ, Nestle Milkmaid এর সঙ্গে সহযোগিতায় আসন্ন নববর্ষ উপলক্ষে একটি অনলাইন প্রতিযোগিতার আয়োজন করত চলেছে। প্রতিযোগিতার বিষয়বস্তু হল মিষ্টি।

এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করতে চান তাদের নিম্নলিখিত নির্দেশ গুলো মেনে চলতে হবে 👇

1) প্রতিযোগিদের অবশ্যই Nestle Milkmaid ব্যবহার করে তাদের পছন্দের মিষ্টি তৈরি করতে হবে।
2) পোস্ট এ যে main presentation এর ছবিটি পোস্ট করবেন, পরিবেশন করার সময় মিল্ক মেডের প্যাকটি পাশে রেখে ছবি তুলতে হবে।
ছবিতে milkmaid এর প্যাক টি পাশে না থাকলে তা প্রতিযোগিতার জন্য গ্রাহ্য হবে না।
3) পোষ্ট টি তে সঠিক ট্যাগ ব্যবহার করতে হবে নতুবা পোষ্ট টি বাতিল করা হবে।
4)#CelebratewithMilkmaid
এই ট্যাগ সহ পোষ্ট করা আবশ্যিক।

5) রেসিপির অভিনবত্ব এবং পরিবেশনার সৌন্দর্য এই দুটি বিষয়ের ওপর নির্ভর করে বিজয়ীরা নির্বাচিত হবেন।
6) রেসিপির ছবি অবশ্যই নিজস্ব হতে হবে।
7) নির্ধারিত সময়ের পরে কোন পোষ্ট গ্রহণ করা হবে না।
8) রেসিপি টি সম্পূর্ন রূপে লিখতে হবে । প্রথমে রেসিপি র নাম, তারপর উপকরণ এবং তারপর প্রণালী।
9) রেসিপি টি আগে কোথাও পোস্ট করা হলে সেটি প্রতিযোগিতার জন্য গ্রাহ্য হবে না।
10) পুরো পরিবেশনার মধ্যে ক্রিস্টমাস এর ছোঁয়া থাকতে হবে।
11) বিজয়ীদের প্রাপ্য পুরস্কার Nestle Milkmaid এর তরফ থেকে সরাসরি দেওয়া হবে।
🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛🥛

তারিখ: ১৪ই ডিসেম্বর থেকে ২২শে ডিসেম্বর ২০২৫.

বিষয়: Christmas special recipe with Nestle milkamid

Registration Fee: ফ্রী

📝 অংশগ্রহণের নিয়মাবলী:

✔️ প্রতিযোগিতাটি সম্পূর্ণ অনলাইন

✔️ নিজের তৈরি মিষ্টির ১–৩টি পরিষ্কার ছবি

✔️ সংক্ষিপ্ত রেসিপি, নাম ও স্থান লিখতে হবে

✔️ পোস্ট করতে হবে আমাদের ফেসবুক Facebook Group- এ

✔️ পোস্টে অবশ্যই পোষ্টারে দেওয়া হ্যাশট্যাগ ব্যাবহার করতে হবে.

✔️ একটি আইডি থেকে একটি পোস্ট

❌ কপি করা ছবি বা রেসিপি গ্রহণযোগ্য নয়

🏆 বিচারের ভিত্তি:

উপস্থাপনা | নতুনত্ব | রেসিপির ব্যাখ্যা | থিমের সাথে মিল

🔔 গুরুত্বপূর্ণ:

বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

✨ আপনার প্রতিভা সকলের সামনে তুলে ধরার এটাই সুযোগ।

সবাই অংশগ্রহণ করুন এবং প্রতিযোগিতাকে সফল করুন।
🍽🍽🍽🍽🍽🍽🍽🍽🍽🍽🍽

দুই রকম ভাবে নিয়মাবলী দিয়ে বিশদে জানানো হল।
গ্রুপের লিঙ্ক কমেন্টস এ শেয়ার করা হল।

6 days ago | [YT] | 2