An Najir

ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুজন সদস্য আমাদের প্রিয়নবী হযরত মুহাম্মাদ (সাঃ)'কে নিয়ে ক*টুক্তি করেছে। আমরা কিভাবে ভালো থাকতে পারি? কিভাবে হাসতে পারি?

একদা রাসূল (সাঃ) এর পবিত্র চোখে পানি দেখে সাহাবীগণ জিজ্ঞেস করেছিলেন, "আপনি কাঁদছেন কেন, আল্লাহর রাসূল (সাঃ)?" তিনি (সাঃ) বললেন, "আমার ভাইদের খুব দেখতে ইচ্ছে করছে।" সাহাবীগণ জিজ্ঞেস করলেন, "হে আল্লাহর রাসূল (সাঃ)! আমরা কি আপনার ভাই নই!!" তিনি (সাঃ) বললেন, "তোমরা হলে আমার সাহাবী, আমার ভাই হচ্ছে তারা যারা আমার পরে আসবে।"

আমার/আপনার যখন এই পৃথিবীতে কোনো অস্তিত্ব ছিলো না, তখন রাসূল (সাঃ) আমাদের কথা স্মরণ করতেন এবং আমাদেরকে দেখার ইচ্ছা পোষণ করতেন। মৃত্যু শয্যায় শুয়েও যিনি চিন্তা করতেন আমাদের কী হবে। মৃত্যুকালেও নিজের পরিবার, স্ত্রী, কন্যার কথা চিন্তা না করে "উম্মাতি! উম্মাতি!" বলে আল্লাহর নিকট প্রত্যাবর্তন করেছেন।

এমনকি বিচার দিবসে যখন মা তার সন্তানের পরিচয় দিবে না, মানবজাতি একের পর এক নবীর নিকট সুপারিশের আবেদন নিয়ে যাবে আর প্রত্যেক নবী 'ইয়া নাফসি!' বলে সবাইকে ফিরিয়ে দিবে সেদিন একমাত্র একটি আওয়াজ ভিন্নতর শোনা যাবে আর সেটা হলো 'ইয়া উম্মাতি! ইয়া উম্মাতি!'

আর আমরা কি করছি!! হে আল্লাহ! আমাদেরকে ক্ষমা করুন। আমরা তো রাসূল (সাঃ) এর এতটা ভালোবাসা পাওয়ার যোগ্য নই। আজ রাসূল (সাঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হলো আমরা কিছুই করতে পারছি না😔 শুধুমাত্র এই প্রতিবাদটুকু ছাড়া।

আমাদের একজন সালাহউদ্দীন আইয়ুবী নেই যে রাসূল (সাঃ) এর প্রতি কটুক্তি বাক্য উচ্চারণ করার জন্য রেনল্ডের গর্দান নামিয়ে দিবে। আমাদের একজন কানুনী সুলতান সুলাইমান নেই যে রাসূল (সাঃ) কে অবমাননাকর মঞ্চ নাটক প্রদর্শনীর জন্য ফ্রান্সকে হুমকি দিবে আর পরবর্তী একশত বছর তারা এমন করার দুঃসাহসও করবে না, আমাদের একজন আবদুল হামিদ নেই যিনি রাসূল (সাঃ) এর অবমাননার জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে তাৎক্ষণিক তলব করে যুদ্ধের ঘোষণা দিবে। আমাদের গাফেল হওয়ার কারণেই আল্লাহ আমাদের ওপর জালিম শাসকদের চাপিয়ে দিয়েছেন 😔

সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দলের তথা বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও গণমাধ্যম সেলের প্রধান নবীন জিন্দাল কর্তৃক আমাদের প্রিয়নবী মুহাম্মাদ (সাঃ) এবং উনার স্ত্রী তথা উম্মুল মুমিনীন মা আয়িশা (রাঃ) সম্পর্কে করা অবমাননাকর মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি (দুর্বল ঈমানের পরিচায়ক হিসেবে🙂)। আমরা সবাই নিজেদের অবস্থান থেকে ভারতের সকল পণ্য বয়কট করি।

ইতোমধ্যে আরব দেশগুলো সোচ্চার হয়ে উঠেছে। সৌদি আরব প্রতিক্রিয়া জানিয়েছে; কুয়েত ও বাইরাইনের সুপারশপগুলোতে ভারতীয় পণ্য বয়কট করা হয়েছে, কুয়েতে মোদির ছবি ডাস্টবিনগুলোতে লাগিয়ে প্রতিবাদ জানানো হয়েছে। আসুন আমরাও একজন মুসলিম হিসেবে নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চটা করি।

3 years ago | [YT] | 18